Showing posts with label শিক্ষাঙ্গন. Show all posts
Showing posts with label শিক্ষাঙ্গন. Show all posts

Wednesday, October 2, 2019

সর্বাত্মক ধর্মঘটে অচল জাবি

সর্বাত্মক ধর্মঘটে অচল জাবি



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে সর্বাত্মক ধর্মঘট পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী।

তালাবদ্ধ ছিল দুটি প্রশাসনিক ভবন ও অনুষদ ভবনগুলোর ফটক। উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করেনি। অনুষ্ঠিত হয়নি ক্লাস-পরীক্ষা।বুধবার সকাল থেকে এ কর্মসূচির ফলে কার্যত অচল ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
অপরদিকে উপাচার্যের বিরুদ্ধে এ আন্দোলনকে ষড়যন্ত্রমূলক দাবি করেছেন উপাচার্যপন্থী শিক্ষকরা।
এর আগে ১৮ সেপ্টেম্বর উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য ১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় বুধবার ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘট পালন করবেন তারা।
তবে বেঁধে দেয়া সময়ের শেষ দিন মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে উপাচার্য পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেন। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ বলেও দাবি করেছেন উপাচার্য।
জানা গেছে, বুধবার সকাল ৭টা থেকে আন্দোলনকারীরা দুটি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সকালে ক্যাম্পাস থেকে ঢাকা অভিমুখের পরিবহনগুলো আটকে দেন তারা। তবে ঢাকা থেকে শিক্ষকদের বহনকারী কয়েকটি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে।
এছাড়া সোয়া ১টায় ঢাকা অভিমুখে শিক্ষক বহনকারী বাসগুলো ছাড়তেও বাঁধা দিয়েছে আন্দোলনকারীরা।
বিকাল ৪টা পর্যন্ত আন্দোলনকারীরা ভবনগুলোতে অবস্থান করেছে। এছাড়া দুপুর দেড়টার দিকে সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র সংগঠক শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদার বলেন, ‘আমরা উপাচার্যকে ১ অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দিয়েছিলাম। তিনি পদত্যাগ করেননি। তাই আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগে ব্যাধ্য করা হবে। আজকের মতো বৃহস্পতিবারও সর্বাত্মক ধর্মঘট চলবে।’
এরপর আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।
অপরদিকে শিক্ষক-শিক্ষার্থীদের এই আন্দোলনকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষকরা। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ব্যানারে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘আন্দোলন আর চক্রান্ত দুইটা আলাদা জিনিস। আন্দোলন হলে আলোচনাও হবে। আলোচনায় সমাধান হবে। কিন্তু আলোচনায় না গিয়ে আন্দোলন করলে তাকে চক্রান্তই বলা যায়।’
‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’র সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে ‘তদন্ত কমিটি’র জন্য উপাচার্য আলোচনায় বসলেও তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেছে। এতেই প্রমাণিত হয় এই আন্দোলনের পেছনে ষড়যন্ত্র রয়েছে। তবে ষড়যন্ত্রমূলক অযৌক্তিক কোনো আন্দোলনের কাছে আমরা মাথা নত করব না।’
পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত করতে একটি মহল অযৌক্তিক আন্দোলন করছে।’
আন্দোলনকারীরা অচিরেই তাদের ভুল বুঝতে পেরে আন্দোলন প্রত্যাহার করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মানববন্ধনে উপাচার্যপন্থী শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার আন্দোলনকারীরা সর্বাত্মক ধর্মঘট আর উপাচার্যপন্থীরা আন্দোলনের বিপক্ষে দিনব্যাপী গণসংযোগ চালাবে বলে ঘোষণা দিয়েছে।

Monday, April 1, 2019

বাংলাদেশ বিশ্বে আজ সমাদৃত দেশ - পলক

বাংলাদেশ বিশ্বে আজ সমাদৃত দেশ - পলক




তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে তিনি সোনার বাংলা দেখে যেতে পারেননি। আজ বাংলার ঘরে ঘরে রক্তস্নাত স্বাধীনতার সুফল পৌছে দেয়া শুরু হয়েছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও যোগাযোগ অবকাঠামোসহ সার্বিক অর্থনীতির সুচকে দেশকে মাত্র ১০ বছরে বিশ্বদরবারে সমাদৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে। এভাবেই দেশ একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।মঙ্গলবার সকালে সিংড়া কোর্টমাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান ও ডিসপ্লেতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী পলক বলেন, ‘একসময় যে বাংলাদেশকে বহির্বিশ্ব বিদ্রুপের চোখে দেখত, সেই বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্ব আজ ঈর্ষা করে। ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার দৃষ্টান্ত হয়েছে শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত ও ইন্টারনেট সুবিধা পৌছে দিয়েছে শেখ হাসিনার সরকার, যোগাযোগ অবকাঠামো সমৃদ্ধ করেছে দেশের, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে দেশকে। দেশবাসীর মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বদরবারেও সুনাম অর্জন করেছে বর্তমান সরকার।’২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও অত্যাধুনিক প্রযুক্তিসুবিধাসম্পন জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ভবিষ্যত প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবশ্যই জানতে হবে। এ দুইটি বিষয় না জানলে জ্ঞানার্জন পূর্ণতা পাবে না।’
অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীবৃন্দ।এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিংড়া কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী।পরে হুলহূলিয়া গ্রামে স্বাধিনতা দিবসের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

Sunday, March 31, 2019

চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজকে দেশসেরা প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই-এমপি কুদ্দুস

চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজকে দেশসেরা প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই-এমপি কুদ্দুস


১৯৪১ সালে প্রতিষ্টিত নাটোর জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ। বিএনপি’জামায়াত জোট সরকার প্রতিষ্ঠানের উন্নয়নে কোন উদ্যোগ নেয়নি। জীর্ন প্রতিষ্টানে নবনির্মিত একাধিক দ্বিতল একাডেমিক ভবন, মাল্টিমিডিয়া ক্লাশরুম,ডিজিটাল ল্যাব,পড়ালেখার মানোন্নয়ন,সুশিক্ষার পরিবেশ সৃষ্টিসহ ফলাফলের সামগ্রীক উন্নয়ন সবই হয়েছে শিক্ষাবীদ আব্দুল কুদ্দুস এমপি’র হাতের স্পর্ষে। শিক্ষার্থীদের গাইড বই নির্ভরতা কমিয়ে ক্লাশমুখি হতে আর শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠ দানের পরামর্শ প্রদান করছি। আমি রাস্তায় ফ্লাইওভারসহ নদীরধারে বহুতল বিশিস্ট নতুন একাডেমিক কলেজ ভবন নির্মানের ঘোষনা দিচ্ছি। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ প্রতিষ্ঠানে লেখাপড়া করবে। আগামীতে নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজকে দেশসেরা প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই।”কথাগুলো বলছিলেন,নাটোর জেলা আ.লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ গুরুদাসপুর বড়াইগ্রামের সফল উন্নয়নের রুপকার মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কুদ্দুস এমপি। গত ২৭ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টায় চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের দুইদিন ব্যাপি ৭৮ তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে সভাপিতত্ব করেন প্রতিষ্টানের অধ্যক্ষ জয়নাল আবেদীন দুলাল। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও প্রতিষ্টানের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।। অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আলহাজ শহিদুল ইসলাম,সাবেক শিক্ষক ইসমাইল হোসেন,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আরিফুল ইসলাম বিপ্লব,জেলা আ.লীগের সদস্য আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন,৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মল্লিক,৪ নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উদ্দিন বাবু,ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা,অলিম্পিক পতাকা,বেলুন ও পায়রা উড়িয়ে দিনের অনুষ্ঠানমালা শুরু হয়। চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ,চাঁচকৈড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যারেড গ্রাউন্ডে অতিথিদের সালাম প্রদর্শন,দেশাক্তবোধক ডিসপ্লে শিক্ষার্থী অভিভাবকদের মুগ্ধ করে। দুই দিনের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ২৮ মার্চ বৃহস্পতিবার সমাপনি দিনে বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।


তাড়াশে হাটবারে কলেজ ছুটি

তাড়াশে হাটবারে কলেজ ছুটি






আশরাফুল ইসলাম রনি: প্রতি বৃহস্পতিবার সিরাজগঞ্জের তাড়াশের ‘নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ’-এ অঘোষিত ছুটি থাকে। কেননা এই দিন কলেজটির মাঠে গরু-ছাগল আর কাঠের তৈরি খাট-চৌকির হাট বসে। বছরের পর বছর ধরে চলছে এ অবস্থা।কলেজের দপ্তরি রমা নাথ বলেন, ‘কলেজ মাঠে সাপ্তাহিক হাট বসায় বছরের কোনো বৃহস্পতিবারই স্যাররা (শিক্ষক) ঠিকমতো আসেন না। এ কারণে ছাত্র-ছাত্রীরাও নিয়ম করে হাটবারে না আসায় কলেজে অঘোষিত ছুটি থাকে।’জানা যায়, রাজস্ব আদায়ের ক্ষেত্রে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হাটগুলোর মধ্যে অন্যতম ‘নওগাঁ হাট’। এ হাটে তিন জেলার চারটি উপজেলার মানুষ আসে। তাই এ হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি অন্য হাটের তুলনায় বেশি। গত বছরের ১৮ এপ্রিল উপজেলা প্রশাসনের সঙ্গে নওগাঁ হাট ইজারা কমিটির চুক্তি সম্পাদিত হয়। চুক্তিনামায় এক কোটি ৩০ লাখ টাকা রাজস্বে এক বছরের জন্য হাটটি ইজারা দেওয়া হয়।চুক্তির শর্ত অনুযায়ী ইজারাদার হাট সীমানার বাইরে কোনো ধরনের দ্রব্যসামগ্রীর হাট বসাতে বা টোল আদায় করতে পারবেন না।এ ছাড়া ইজারাদার নিজ খরচে হাট পরিষ্কার রাখবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। ইজারাদার চুক্তির সব শর্ত ভঙ্গ করে
হাটের সীমানার বাইরে কলেজ মাঠে হাট বসিয়ে টোল আদায় করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ খন্দকার আবু সাঈদ জানান, কলেজটির অতিরিক্ত দায়িত্বে আছেন তিনি।অন্যদিকে ইজারাগ্রহীতা মো. আলহাজ উদ্দিন বলেন, ‘অনেক আগে থেকেই কলেজ মাঠে হাট বসছে। তবে উপজেলা প্রশাসন আমাদের কলেজ মাঠে হাট বসাতে না করে দিলে আমরা এখান থেকে হাট সরিয়ে নেব।’শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কোনোভাবেই হাট-বাজার বসতে পারে না উল্লেখ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, ‘আমি দেখে অবশ্যই ব্যবস্থা নেব।’এ ব্যাপারে দ্রুত আইনিব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান।
এইচএসসি পরীক্ষা শুরু কাল

এইচএসসি পরীক্ষা শুরু কাল





সারা দেশে আগামীকাল সোমবার (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ৬ মে পর্যন্ত। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এই পরীক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।এবার দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৯ জন।তত্ত্বীয় পরীক্ষার পর ৬ মে’র পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ১১ লাখ ৪৭ হাজার ৭৪৭জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় ৭৮ হাজার ৪৫১ জন অংশ নিচ্ছে।এবারও পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে বসতে হবে পরীক্ষার্থীদের। প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী অংশের পরীক্ষার পর অনুষ্ঠিত হবে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা একটা ও বিকালের পরীক্ষা দুটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।পরীক্ষার প্রশ্নফাঁস রোধে বিভিন্ন ধরনের কার্যক্রমের পাশাপাশি ইন্টারনেটে নজরদারি চালাতে গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটে লোকবল বাড়ানো হয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টও (সিআইডি) নেমেছে জোরালোভাবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে-  মাধ্যমিক পর্যায়ে বিতর্ক উৎসব/২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে- মাধ্যমিক পর্যায়ে বিতর্ক উৎসব/২০১৯


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে-
মাধ্যমিক পর্যায়ে বিতর্ক উৎসব/২০১৯
❝ তর্ক নয়, যুক্তিই হোক মুক্তির হাতিয়ার ❞






প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন-
উত্তরাঞ্চলের অাওয়ামী রাজনীতির জীবন্ত কিংবদন্তী, নাটোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ৬১-নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক সফল প্রতিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি মহোদয়।
বিশেষ অতিথিঃ জনাব মোঃ শাহরিয়াজ, জেলা প্রশাসক, নাটোর।
বিশেষ অতিথিঃ সাইফুল্লাহ অাল মামুন (বিপিএম, পিপিএম-বার),পুলিশ সুপার,নাটোর।
বিশেষ অতিথিঃ এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, সহ-সভাপতি,বাংলাদেশ যুব-মহিলা লীগ ও প্রতিষ্ঠাতা, কল্লোল ফাউন্ডেশন।
সভাপতিত্ব করেনঃ মোঃ মোক্তাদিরুল ইসলাম (মিন্টু বিশ্বাস)
সভাপতি, কল্লোল ফাউন্ডেশন,গুরুদাসপুর,নাটোর।
স্থানঃ অাগ্রান উচ্চ বিদ্যলয়,বড়াইগ্রাম,নাটোর।
সময়ঃ ২৮মার্চ ২০১৯,সন্ধ্যা-৭.৩০ মিনিট।
চ্যাম্পিয়নঃ হাসমারী উচ্চ বিদ্যালয়,গুরুদাসপুর।
রানার্স অাপঃ রাজাপুর উচ্চ বিদ্যালয়,বড়াইগ্রাম।
অায়োজনেঃ কল্লোল ডিবেটিং ক্লাব,কল্লোল ফাউন্ডেশন, গুরুদাসপুর, নাটোর।
বন্ধ ঘোষনা ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বন্ধ ঘোষনা ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বিশ্ব‌বিদ্যাল‌য়ের সকল কার্যক্রম অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে ১০ দফা দাবি আদা‌য়ের ল‌ক্ষ্যে শিক্ষার্থী‌দের লাগাতার আন্দোলনের ফ‌লে।
বুধবার গভীর রা‌তে বিশ্ব‌বিদ্যাল‌য়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নি‌শ্চিত হওয়া গে‌ছে। ওই নো‌টি‌শে আ‌রো উ‌ল্লেখ করা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভুত অন‌ভিপ্রেত ঘটনার প‌রিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী‌দের নিরাপত্তার ও বিশ্ব‌বিদ্যাল‌য়ের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি সার্বিক প‌রি‌স্থি‌তি সমুন্নত রাখার স্বা‌র্থে উপাচা‌র্যের ক্ষমতা ব‌লে ২৮ মার্চ থে‌কে ব‌রিশাল বিশ্বাবদ্যাল‌য়ের সকল ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একা‌ডে‌মিক কার্যক্রম অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌লো।
একই স‌ঙ্গে বিশ্ব‌বিদ্যাল‌য়ের সকল হলের আবা‌সিক ছাত্র-ছাত্রীদের আজ বৃহস্প‌তিবার বিকাল পাঁচটার ম‌ধ্যে হল ত্যা‌গের নি‌র্দেশ দেয়া হয়।
এ নোটিশ সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে পড়‌লে রাত ২টার দিকে শিক্ষার্থীরা ফের ক্যাম্পাসে বিক্ষোভ করে। বিক্ষোভরতরা আজ থেকে জোর আ‌ন্দোল‌নের ঘোষণা দেন।

Wednesday, April 4, 2018

চলনবিল এক ঐতিহাসিক বিল

চলনবিল এক ঐতিহাসিক বিল


আপডেট: ২৩ জুলাই ২০১৭, ০০:৫৮



চলনবিল এক ঐতিহাসিক বিল, যা বাংলাদেশের বড় বিলগুলোর মধ্যে একটি। এর ভৌগোলিক অবস্থান ও সীমানা বিশাল। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর—এ ইতিনটি জেলার প্রায় নয়টি উপজেলায় এই বিল বিস্তৃত।  চলনবিল মিঠা পানির মাছের আধার। 
চলনবিলের কৃষকেরা কৃষি প্রযুক্তিতেও বেশ আগ্রহী। ইরি মৌসুমে চলনবিলের মাঠে প্রচুর ধানের চাষ হয়। কিন্তু এই বিশাল জনপদে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে কোথাও আজ অবধি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি। চলনবিলের নামে অনেক স্কুল-কলেজ-মাদ্রাসা ও প্রতিষ্ঠানের  নামকরণ করা হলেও কোনো বিশ্ববিদ্যালয় হয়নি। উল্লেখ্য, পাবনা ও সিরাজগঞ্জে বিশ্ববিদ্যালয় থাকলেও নাটোরে বিশ্ববিদ্যালয় নেই। চলনবিলের কৃষি সম্ভাবনা আবিষ্কারে চলনবিল কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে নাটোর জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এতে এই অঞ্চলের কৃষকেরা লাভবান হবেন, দেশেরও উপকার হবে।
মোহাম্মদ অংকন, ঢাকা।

By Prothom-alo.com

গুরুদাসপুরে ২০১৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিল ১৫ শিক্ষার্থী

গুরুদাসপুরে ২০১৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিল ১৫ শিক্ষার্থী

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা২০১৬ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছে নাটোরের গুরুদাসপুরের ১৫ শিক্ষার্থী। 
 
সোমবার গুরুদাসপুর উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ কেন্দ্রে ওই ঘটনা ঘটে। পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ওই শিক্ষার্থীরা তাদের ফলাফল নিয়ে শঙ্কায় পড়েছে।
 
এ ঘটনায় পরীক্ষার দায়িত্বে থাকা তিন শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। অব্যহতি পাওয়া শিক্ষকরা হলেন- ওই কলেজের প্রভাষক মো. লুৎফুল হক, রীতামনি ও প্রদর্শক মো. আখের আলী। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করেছেন। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,- গুরুদাসপুর উপজেলার আটটি কেন্দ্রের মধ্যে ১ নম্বর কেন্দ্র বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ। এ কলেজ কেন্দ্রে এ বছর দশটি কলেজের ৬১৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৩০১ নম্বর কক্ষে ছয়টি কলেজের ৫১জন শিক্ষার্থীর আসন বিন্যাস রয়েছে। এই কক্ষে ১৫, ১৬,১৭ ও ১৮ সালের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এর মধ্যে বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের দুইজন, নাজিরপুর ডিগ্রি কলেজের মানবিক বিভাগের একজন,  কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের দুইজন, রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের চারজনসহ খুবজিপুর এমহক ডিগ্রি কলেজের ছয়জনসহ মোট ১৬ জন শিক্ষার্থী (অনিয়মিত) ১৫, ১৬ ও ১৭ সালের সিলেবাস অনুযায়ী প্রণিত প্রশ্নপত্রে পরিক্ষা দেয়ার কথা। এ ছাড়া একই কক্ষে মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী কলেজের (নিয়মিত) ৩৬ জন শিক্ষার্থী চলতি সিলেবাস অনুযায়ী প্রণিত প্রশ্নপত্রে পরিক্ষা দেয়ার কথা। কিন্তু অনিয়মিত ১৬ শিক্ষার্থীর পরিবর্তে মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী কলেজের ১৫ শিক্ষার্থীকে বহুনির্বাচনী প্রশ্নপত্র দেয়া হয়। এ ছাড়া অনিয়মিত ওই ১৬ শিক্ষার্থীকে চলতি সিলেবাসের প্রশ্নপত্র দেয়া হয়। 
 
মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী কলেজের নিয়মিত পরীক্ষার্থী রাসেল রানা, রুনা খাতুন, কাওছার আলী, মারুফ আহমেদ ও সাকিবুল ইসলাম জানান,- তাদের কক্ষে দায়িত্বরত শিক্ষক অনিয়মিতদের প্রশ্নপত্র দেয়ার সময় ভুলক্রমে তারা ২০১৬ সালের পুরোনো সিলেবাস অনুযায়ী প্রণীত ওই প্রশ্নপত্র গ্রহণ করে। এরপর পরীক্ষা শেষে বিষয়টি তারা বুঝতে পারে। তবে শিক্ষকরা তাদের প্রবেশপত্র দেখে প্রশ্নপত্র দেননি। এখন পূরনো প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে তারা ফলাল নিয়ে শঙ্কায় আছেন।
 
রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী দিপাসহ বিভিন্ন কলেজের অন্তত পাঁচজন শিক্ষার্থী জানান, বুঝতে না পেরে তারা চলতি সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে তারা বিষয়টি বুঝতে পেরে পরীক্ষা কমিটির দারস্থ হন। সেখানে শিক্ষকরা ফলাফলের ব্যপারে তাদের আস্বস্থ করেছেন। 
 
কেন্দ্র সচিব বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম ইত্তেফাককে জানান, কম সময়ে প্রশ্নপত্র মিল করতে একটু সমস্যা হয়। ওই তিন শিক্ষককে দায়িত্ব পালনে অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে। এছাড়া কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ওই পরীক্ষার্থীদের ফলাফলে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, এমন ঘটনার যেন আর না ঘটে সে ব্যপারে আমরা সজাগ রয়েছি।
 

Wednesday, January 3, 2018

শিশু ও বয়স্ক শিক্ষা স্কুল "স্বপ্নদ্বার"এর উদ্বোধন

শিশু ও বয়স্ক শিক্ষা স্কুল "স্বপ্নদ্বার"এর উদ্বোধন

"জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৭" অর্জনকারী অরাজনৈতিক প্রতিষ্ঠান কল্লোল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বুধবার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর শিশু ও বয়স্ক শিক্ষা স্কুল "স্বপ্নদ্বার"এর উদ্বোধন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি।

নাটোরের গুরুদাসপুর উপজেলার খামারপাথুরীয়া তাঁতীপাড়া এলাকায় কল্লোল ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোঃ মোক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য,  নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক  প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ  অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, ফাউন্ডেশনের সদস্য রাজ কুমার কাশী, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দীন ভুট্টো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ  সেবক কুমার কুন্ডু, অধ্যক্ষ আবু সাইদ, উপ-অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, প্রভাষক মোঃ মাজেম আলী প্রমুখ।

এর মাধামে কল্লোল  ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর ৩০ জন শিশু ও ৩০ জন বয়ষ্ক ব্যক্তিকে নিয়ে শিক্ষা স্কুল "স্বপ্নদ্বার" এর শুভ সূচনা হলো।
কল্লোল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে  ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর শিশু ও বয়ষ্ক শিক্ষা স্কুল "স্বপ্নদ্বার" এর শুভ উদ্বোধন

কল্লোল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর শিশু ও বয়ষ্ক শিক্ষা স্কুল "স্বপ্নদ্বার" এর শুভ উদ্বোধন

সাকলাইন শুভ, বড়ােইগ্রাম (নাটোর) প্রতিনিধি: "জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০১৭" অর্জণ কারী অরাজনৈতিক প্রতিষ্ঠান কল্লোল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর শিশু ও বয়ষ্ক শিক্ষা স্কুল "স্বপ্নদ্বার" এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি। 
মঙ্গলবার নাটোরের গুরুদাসপুর উপজেলার খামারপাথুরীয়া তাঁতীপাড়া এলাকায় কল্লোল ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোঃ মোক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) অাসনের সংসদ সদস্য, নাটোর জেলা অাওয়ামী লীগের সভাপতি, সাবেক সফল প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব অধ্যাপক মোঃ অাব্দুল কুদ্দুস এমপি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গুরুদাসপুর উপজেলা অাওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট অানিসুর রহমান, ফাউন্ডেশনের সদস্য রাজ কুমার কাশী, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অালাল উদ্দীন ভুট্রো।  উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য সেবক কুমার কুন্ডু, অধ্যক্ষ অাবু সাইদ, উপ-অধ্যক্ষ মোঃ অাবুল কাশেম, প্রভাষক মোঃ মাজেম অালী,  সহ প্রমূখ। 
উল্লেখ্য কল্লোল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর ৩০ জন শিশু ও ৩০ জন বয়ষ্ক ব্যক্তিকে নিয়ে শিক্ষা স্কুল "স্বপ্নদ্বার" এর শুভ সূচনা হলো। 

Tuesday, October 10, 2017

গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির নির্বাচন

গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির নির্বাচন

মঙ্গলবার (১০ অক্টোবর) গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন।  নির্বাচন শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  চাপিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব  মো. রেজাউল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন  চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জয়নুল আবেদিন। ছাতা প্রতিকে তিনি সর্বমোট ২১০ ভোট পেয়েছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর আলম মিঠু। তালাচাবি প্রতিক নিয়ে পেয়েছেন সর্বমোট ২৯৬ ভোট। তাঁর নিকটতম প্রার্থী শিকারপুর কৃষি কারিগরি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহিম টপি। আনারস প্রতিকে পেয়েছেন সর্বমোট ১৩৮ ভোট।
অন্যদিকে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান, সাংসগঠনিক সম্পাদক পদে মো. জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক পদে আল মাহমুদ মামুন,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শামীম আহম্মেদ  এবং জান্নাতুল ফেরদৌস আঁখি মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. বজলুর রহমান জানান, উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।