Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Friday, November 27, 2020

খুলনাকে বড় ব্যবধানেই হারালো রাজশাহী

খুলনাকে বড় ব্যবধানেই হারালো রাজশাহী




সাকিবের জেমকন খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে আশরাফুলের মিনিস্টার রাজশাহী। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ঝড়ো অর্ধশতকের ওপর ভর করে খুলনার দেয়া ১৪৬ রানকে সহজেই টপকে যায় রাজশাহী।

ব্যাট করতে নেমে মিনিস্টার রাজশাহী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরু থেকেই রানের ঝড় তুলতে থাকেন। 

অপর পাশে থাকা আনিসুল ইসলাম ইমন খুব একটা সুবিধা করতে পারেননি। আল আমিনের বলে মাত্র ২ রানেই মাঠ ছাড়েন তিনি। ২৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

তবে ওয়ানডাউনে নামা রনি তালুকদারকে সঙ্গে নিয়ে জয়ের দিকে এগুতে থাকে রাজশাহী। ৯ ওভারের মাথায় রিশাদ হোসেনের শিকার হওয়ার আগে রনির ব্যাট থেকে আসে ২৬ রান। 

তার কিছুক্ষণ পরই রিশাদ হোসেনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় শান্তকে। 

মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৫ রান। ৬টি চার আর ৩টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস।

অধিনায়কের বিদায়ের পর মোহাম্মদ আশরাফুল ও ফজলে মাহমুদ ধীর গতিতে রান তুলতে থাকেন। ২২ বল খেলে আশরাফুল করেন অপরাজিত ২৫ রান। 

অপর পাশে ১৬ বল খেলে ২৪ রান করা মাহমুদ আউট হলে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলকে জয় উপহার দিয়েই মাঠ ছাড়েন।

এরআগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। মেহেদী হাসানের বলে ক্যাচ দিয়ে দলীয় ৪ রানের মাথায় শূন্য রানেই মাঠ ছাড়েন ইমরুল কায়েস। 

নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরা সাকিব আল হাসান আজও দলের জন্য সুবিধা করতে পারেননি। ৯ বলে মাত্র ১২ রান করে তিনিও মাঠ ছাড়েন। 

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও জহুরুল ইসলাম ব্যক্তিগত ৭ ও ১ রানে মাঠ ছাড়লে অনেকটাই ধাক্কা খায় খুলনা।

আগের ম্যাচে জয়ের নায়ক আরিফুল ইসলাম ও শামীম হোসেন দলকে টেনে নিতে থাকেন। 

আরিফুল ৩১ বলে ৪১ রানে অপরাজিত থাকলেও ২৫ বলে ৩৫ রান করে এবাদতের বলে আউট হন শামীম। 

৩ চারে ১২ বলে ১৭ রান করা শহীদুলের সুবাধে খুলনার দলীয় রান দাঁড়ায় ৬ উইকেটে ১৪৬ রান।

Wednesday, October 2, 2019

ক্রিকেটার তাইজুলকে ২শ টাকা জরিমানা

ক্রিকেটার তাইজুলকে ২শ টাকা জরিমানা

হেলমেট ব্যবহার না করায় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে দুইশ’ টাকা জরিমানা করেছে নাটোরের নলডাঙ্গা থানার পুলিশ।
নলডাঙ্গা থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে নলডাঙ্গা থানার মোড়ে পুলিশের চেকপোস্ট চলছিল। এসময় ক্রিকেটার তাইজুল ইসলাম মোটরসাইকেল নিয়ে নাটোর শহরে থেকে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি হেলমেট না ব্যবহার করায় দুইশ টাকা জরিমানা করা হয়েছে।
তাইজুল স্থানীয় সাংবাদিকদের জানান, হেলমেট বাড়িতে রেখে বিকেলে ঘুরতে বেড়িয়েছিলেন। এ অবস্থায় চেকপোস্টে পৌঁছালে তাকে দুইশ' টাকা জরিমানা করা হয়।
রেজাউল করিম রেজা/এমএএস/পিআর
বড় বিপদ গেল ইমরুল কায়েসের

বড় বিপদ গেল ইমরুল কায়েসের



মাঝে দেড় মাসে ক্রিকেট থেকে একেবারেই দূরে সরে গিয়েছিলেন ইমরুল। কী হয়েছিল তাঁর? বাঁ হাতি ওপেনার জানালেন, কঠিন সময়ে গেছে তাঁর
ইমরুল কায়েসের সুযোগ এসেছিল গত মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকার। কিন্তু বাঁ হাতি ওপেনারের উপায় ছিল না সুযোগটা লুফে নেওয়ার। ইমরুল তখন তাঁর এক বছরের শিশুপুত্র শোয়াইবকে নিয়ে ছোটাছুটি করছেন হাসপাতালে।
আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন ইমরুল। এক দিন অনুশীলন করার পরই জানলেন, ছেলের ডেঙ্গু হয়েছে। অসুস্থ শিশুপুত্রের চিন্তায় তাঁর থাকা হয়নি আফগানদের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে। সপ্তাহখানেকের চিকিৎসা শেষে ডেঙ্গু থেকে সেরে ওঠার স্বস্তি যখন মনে, ইমরুল তখন জানতে পারলেন ছেলে আরও একটি রোগে আক্রান্ত। এই রোগ না সারতেই শরীরে বাসা বাঁধল আরও একটি। কিসের রোগ, কী ধরনের রোগ, বাংলাদেশের চিকিৎসকেরা নাকি কিছুতেই বুঝতে পারছিলেন না তাঁকে। বাধ্য হয়ে ছেলেকে নিয়ে ইমরুল ছুটলেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে মাসখানেকের চিকিৎসা শেষে তাঁর ছেলে এখন বেশ সুস্থ।
ছেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, ইমরুলের কাছে এটাই আপাতত বড় সুখবর, ‘প্রথমবার সিঙ্গাপুর থেকে আসার পর ভালো হয়ে গেলেও আবার সমস্যা শুরু হয়েছিল। আবার যেতে হলো। এবার চিকিৎসকেরা বলছেন, আশা করি আর হবে না। সে অনুযায়ী ওষুধ দিয়েছে। শুরুতে ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু থেকে আরও দুটো রোগ হয়। আমাদের উপমহাদেশে সাধারণত এ ধরনের রোগ হয় না। মালয়েশিয়ার দিকে বেশি হয়। এ কারণেই বাংলাদেশে চিকিৎসকেরা বুঝতে পারছিল না কী রোগ হয়েছে বাচ্চাটার।’
ছেলের চিন্তায় এ কদিনে বেশ শুকিয়ে গেছেন ইমরুল। শরীরের ওজন কমেছে প্রায় পাঁচ কেজি। গত দেড় মাস কতটা ঝড় গেছে তাঁর ওপর দিয়ে, সেটিই আজ বিসিবি একাডেমি ভবনের সামনে দাঁড়িয়ে বলছিলেন তিনি, ‘মানসিকভাবে ঠিক না থাকলে আসলে শারীরিকভাবে ফিট থাকা যায় না। যার ওপর দিয়ে যায় সে এটা ভালো বোঝে।’
গত নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না ইমরুল। সুযোগ মেলেনি পরের সফরগুলোতেও। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে যাও-বা সম্ভাবনা দেখা গিয়েছিল, ভাগ্যের কাছে হেরে সেটি মিলিয়ে গেল হাওয়ায়। ক্রিকেট থেকে কটা দিন একেবারেই দূরে সরে গিয়েছিলেন। বাঁ হাতি ওপেনার জানালেন, জাতীয় দলে ফেরার তাড়নায় আবারও তৈরি হচ্ছেন তিনি, ‘আশা নিয়েই সবাই সামনে এগিয়ে যায়। আমিও সেই আশা নিয়েই অপেক্ষায় আছি (আবারও সুযোগ পাবেন বাংলাদেশ দলে)। যদি সামনে সুযোগ আসে, অবশ্যই সুযোগ কাজে লাগাতে চেষ্টা করব। মাঝে একটা সুযোগ আসছিল, দুর্ভাগ্য আমার ছেলের অসুস্থতার কারণে খেলতে পারলাম না। তবে সুযোগ শেষ হয়ে যায়নি। সামনে যদি আবার সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব শতভাগ দেওয়ার।’
বাংলাদেশ দলে সুযোগ পাবেন কিনা, সেটি পরে। আপাতত ইমরুলের লক্ষ্য, রাঙাতে হবে জাতীয় লিগ।
খেলাফুটবল খেলা সংবাদ জামাল ভূঁইয়ার দামের সমান ২০ ভুটানি ফুটবলার

খেলাফুটবল খেলা সংবাদ জামাল ভূঁইয়ার দামের সমান ২০ ভুটানি ফুটবলার



‘বলেন কি ৫৫ লাখ ভুটানিজ রুপি (বাংলাদেশি ৬৬ লাখ টাকা) !’
হোটেল রুমে অবাক হয়ে অর্থের অঙ্কটি কয়েকবার জিজ্ঞাসা করলেন ভুটান জাতীয় দলের ফুটবলার লেনডুপ দর্জি। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এক মৌসুমে ৬৬ লাখ টাকা বা ভুটানিজ ৫৫ লাখ রুপি পান, তা প্রথমে বিশ্বাসই হচ্ছিল না ভুটানিজ এই ফুটবলারের। পরে নিজেই অঙ্ক কষে বললেন, তাহলে তো আমাদের ২০ ফুটবলারের চেয়ে জামালের একার দামই বেশি। বাংলাদেশের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে এসেছে ভুটান। ভারতে খেলা অধিনায়ক চেনচো গেইলশেনকে বাদ দিলে বাকি ২০ জনের মোট আয় বাংলাদেশের এক জামালের চেয়েও অনেক কম।শুধু সাইফ স্পোর্টিংয়ের জামাল নয়, বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন বাবুসহ বাংলাদেশের কয়েকজন ফুটবলারের সম্মানী কমবেশি ৬০ লাখ টাকা। এ তথ্যে ভুটান দলের দ্বিতীয় সেরা খেলোয়াড়ের কণ্ঠে চরম বিস্ময়, ‘আমি শুনেছি বাংলাদেশের ফুটবলে অনেক অর্থ। তাই বলে এত। এটা কীভাবে সম্ভব!’
বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ভুটান। কিন্তু এ মুহূর্তে বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে তারা। যেখানে বাংলাদেশের অবস্থান ১৮৭, ভুটানের ১৮৫। ২০১৬ সালে এশিয়ান কাপের প্রাক বাছাইয়ের দ্বিতীয় লেগে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের ফুটবলকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল তারা। কিন্তু ভুটানে ফুটবলটা এখনো পেশাদারি চেহারা নেয়নি। বেশির ভাগ খেলোয়াড়ই অন্য পেশায় নিয়োজিত। তাদের নিয়মিত অধিনায়ক কারমা শেরিপ তো একজন বৈমানিক। ফ্লাইট থাকায় দলের সঙ্গে আসতেই পারেননি ঢাকায়।
অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে এসেছেন বাংলাদেশের ফুটবলে পরিচিত মুখ ভুটানিজ রোনালদো খ্যাত চেনচো গেইলশেন। চট্টগ্রাম আবাহনীতে খেলা এই ফরোয়ার্ড শেষ দুই মৌসুমে খেলেছেন ভারতের আই লিগ ও আইএসএলে। বাংলাদেশের যে কোন ফুটবলারের চেয়ে তাঁর আয় বেশি। কিন্তু দলের বাকি খেলোয়াড়দের আয় খুবই শোচনীয়। বর্তমান দলে চেনচো ছাড়া দেশের বাইরে লিগ খেলার অভিজ্ঞতা আছে কেবল লেনডুপের। শেষ মৌসুমে ভারতের আই লিগের দ্বিতীয় বিভাগের ক্লাব লোন স্টার কাশ্মীরে খেলেছেন এই ফরোয়ার্ড। ক্লাবটিতে নিয়মিত একাদশে খেললেও সুযোগ-সুবিধা না থাকায় আবার ফিরে গিয়েছেন ভুটানে। শেষ খেলেছেন হাই কোয়ালিটি ইউনাইটেডে। ভুটানের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পারিশ্রমিক ধারী ফুটবলার তিনি।
এক মৌসুমে বাংলাদেশি টাকায় কত পান জানেন? বাংলাদেশি টাকায় ৪ লাখ টাকার কিছু বেশি। মাসিক ৬০ হাজার রুপিতে কোয়ালিটির সঙ্গে ৬ মাসের চুক্তি লেনডুপের। সে হিসেবে মৌসুমে ৩ লাখ ৬০ হাজির রুপি। লেনডুপ ৬ মাসে যা পান, জামাল এক মাসে আয় করেন তার চেয়ে অনেক বেশি। জামাল-সাইফের চুক্তিটা ফুটবল-বিশ্বের উন্নত দেশগুলোর মতো মাসিক চুক্তিতে। ক্লাব সূত্র জানিয়েছে, সাইফ থেকে মাসিক সাড়ে ৫ লাখ টাকা পাবেন জামাল। সে হিসাবে এক বছরে তাঁর বেতন দাঁড়াবে ৬৬ লাখ টাকা। চুক্তিটি এ বছরের সেপ্টেম্বর থেকে ২০২০ সেপ্টেম্বর পর্যন্ত বলে নিশ্চিত করেছেন সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। 
রইল বাকি ১৯। লেনডুপের ভাষ্য মতে গড়ে বাকিরা গড়ে ২০ হাজার রুপি করে পেয়ে থাকেন। বেশির ভাগ খেলোয়াড়ের চুক্তি ৬ মাসের। নামকাওয়াস্তে অর্থের জন্য পৃষ্ঠপোষকের অভাবকে দায়ী করলেন লিনডুপ, ‘আমাদের ফুটবল এখনো পেশাদারি পর্যায়ে যায়নি। পৃষ্ঠপোষকতার অভাব আছে। তবে ধীরে ধীরে আর্থিক কাঠামো বাড়ছে।
জাতীয় দলের নিয়মিত অধিনায়ক কারমা শেরিপ তো ঘরোয়া লিগে যে একপ্রকার বিনে পয়সাতেই খেলেন! থিম্পু সিটিতে খেলে উল্টো টাকা দিতে হয় তাঁকে। দলটা চালান তাঁর চাচা। পারিবারিক ক্লাব বলেই এর পেছনে কিছু অর্থ খরচ হয় তাঁর। শেরিং আসলে পুরোদস্তুর পেশাদার ফুটবলার নন। তাঁর জীবিকা আসে উড়োজাহাজ চালিয়ে। ভুটানের জাতীয় উড়োজাহাজ সংস্থা ‘ড্রুক এয়ারে’র একজন বৈমানিক তিনি। আয়রোজগার ভালোই করেন। অবসর সময়ে খেলেন। নিজের ক্লাব থিম্পু সিটির জুনিয়র খেলোয়াড়দের খরচটা তিনিই বহন করে এর আগে প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘এই ক্লাবটা আমার চাচা চালান। বেশ কষ্টে চালান তিনি। সেখান থেকে টাকা নিই কীভাবে বলুন। আমি বরং দলের জুনিয়র খেলোয়াড়দের খরচটা বহন করে চাচার ওপর থেকে আর্থিক চাপটা কমাই।’

Monday, May 20, 2019

সেমিতে খেলবে বাংলাদেশ, সাবেক ভারতীয় ক্রিকেটার

সেমিতে খেলবে বাংলাদেশ, সাবেক ভারতীয় ক্রিকেটার

১০টি টেস্ট ভারতের হয়ে খেলেছেন আকাশ চোপড়া। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নাম লেখান ধারাভাষ্যে আর ক্রিকেট বিশ্লেষণে।
ক্রিকেট ক্যারিয়ার তাঁকে খুব বড় তারকা বানাতে পারেনি। কিন্তু বিশ্লেষক হিসেবে তিনি ইতিমধ্যেই বেশ নাম করেছেন। বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে দলগুলোর সম্ভাবনা নিয়ে নিজের ফেসবুক পেজে বিশেষজ্ঞ-মতামত দিয়েছেন চোপড়া।
বাংলাদেশ দল নিয়ে তাঁর মন্তব্য, এশিয়ায় ভারতের পর দাপুটে দল হিসেবে লোকে এখন পাকিস্তান নয়, বাংলাদেশকেই মনে করে। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে চোপড়ার ভবিষ্যৎবাণী, বাংলাদেশ নকআউট পর্বে উঠবে মানে সেমিফাইনাল খেলবে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বিশ্লেষণে চোপড়া বাংলাদেশ দলের পাল্টে যাওয়ার পটভূমি টানেন এভাবে, ‘২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফিতেও নকআউট পর্বে খেলেছে।
আর এশিয়া কাপে তো ফাইনালেই খেলেছে। এই দলকে হালকাভাবে নিলে মস্ত ভুল হবে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, এবারও ভালো খেলবে।’
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে চোপড়ার উক্তি, ‘বিশ্বকাপে ৫০ ওভারের টুর্নামেন্টে শুরুতে ৯ ম্যাচ পাবে বাংলাদেশ। এ বাধা টপকে নকআউট পর্বে উঠবে দলটি।’ চোপড়া বাংলাদেশকে শিরোপাজয়ে ফেবারিট হিসেবে দেখছেন না, তবে দলটি যে নকআউট পর্বে উঠবে তা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ৪১ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যান।
এবার বিশ্বকাপের গ্রুপপর্বে সব দল একে-অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে সেরা চার দল উঠবে সেমিফাইনালে। বাংলাদেশের ব্যাটসম্যানদের ভূয়সী প্রশংসা করেছেন চোপড়া। তামিম ইকবালকে অনেক বড় মাপের ব্যাটসম্যান হিসেবে মনে করেন তিনি। এ ছাড়া টপ অর্ডারে লিটন দাস ও সৌম্য সরকারের প্রশংসা করেও চোপড়া বলেন, ‘লিটন দাস এশিয়া কাপের ফাইনালে দারুণ ইনিংস খেলেছিলেন।
সৌম্য ওপরেও ব্যাট করতে পারেন, নিচেও পারেন সঙ্গে বোলিংও। দলে বৈচিত্র্য আনতে পারে সৌম্য।’ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে নিয়ে বাংলাদেশের টপ অর্ডার বেশ শক্তিশালী বলে মনে করেন চোপড়া।
তবে মাহমুদউল্লাহকে নিয়ে তাঁর একটি পর্যবেক্ষণ আছে। তাঁকে উঁচু মাপের ব্যাটসম্যান বলেই মনে করেন তিনি। কিন্তু মাহমুদউল্লাহকে বাংলাদেশ ঠিকভাবে ব্যবহার করতে পারছে না, এমনটাই মনে করেন চোপড়া। গত বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দুই সেঞ্চুরির উদাহরণ টেনে চোপড়া বলেন, ‘তাঁকে বেশি ওভার (ব্যাটিংয়ে) দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ তাঁকে এ সুযোগটা দেয় না। ব্যাটিংয়ে তাঁকে আরও ওপরে তোলা উচিত বলে মনে করি।’
মাহমুদউল্লাহর পাশাপাশি মেহেদী হাসান মিরাজকেও বেশ পছন্দ চোপড়ার। এই স্পিন অলরাউন্ডারকে ‘দ্বিমাত্রিক’ খেলোয়াড় হিসেবে মনে করেন তিনি। যে খুব ভালো অ্যাকশনে বল করার সঙ্গে ব্যাটিংও পারে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে বিশ্বকাপের দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ইংলিশ কন্ডিশনে বিশ্বকাপে মাশরাফির দলের সম্ভাবনা নিয়ে চোপড়া সোজাসাপ্টাই বলেন, ‘দলটা চার নম্বরে উঠে আসতে পারে।
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—আমার চোখে তিন সেরা দল। চতুর্থ হওয়ার দৌড়ে নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। নতুন বল সামলাতে পারলে বাংলাদেশ যে কোনো দলের জন্য ভয়ের কারণ।’

Monday, April 1, 2019

হিগুয়াইন আর্জেন্টিনাকে বিদায় জানালেন

হিগুয়াইন আর্জেন্টিনাকে বিদায় জানালেন




 বলা যায় মনে কষ্ট নিয়েই আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানালেন গঞ্জালো হিগুয়াইন।  দলের জন্য নিজের সম্পূর্ণ দিলেও সমালোচনা তার পিছু ছাড়েনি।  এ সমালোচনায় মনে কষ্ট নিয়েই এ অবসরের সিদ্ধান্ত।  অন্তত তার বিদায়ী ঘোষণাপত্র তাই বলে। 
বর্তমানে ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড তার বিদায় বার্তায় বলেন, ‘আমি হয়তো আমার পুরোটা দিয়েও সাফল্য পাইনি।  তার রেষ ধরে আমাকে নিয়ে সমালোচনার তীর বিঁধেছে আমার পরিবারের উপরও।  তারা কতোটা মুষড়ে পড়ে সেটা আমি দেখেছি।  তবু আমি জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটাই দিয়েছি। ’
নিজের কষ্টের পাশাপাশি হিগুয়াইন জানান, মূলত পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং নিজের ক্লাব ক্যারিয়ারের দিকে নজর দিতেই তার এই অবসরের সিদ্ধান্ত। 
বলেন, ‘আমার মনে হয় দেশকে যা কিছু দেয়ার ছিল আমি দিয়ে ফেলেছি।  এখন আমি আমার পুরোটা চেলসিকে দিতে চাই।  আমি এটাই উপভোগ করতে চাই।  টুর্নামেন্টটাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।  আমার এই সিদ্ধান্তটা আমার পরিবারের পক্ষেই।  বাকিটা সময় তাদের সঙ্গে উপভোগ করতে চাই। ’
আর্জেন্টিনার জার্সিতে ২০১৪ সালের বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল খেলেন হিগুয়াইন।  জাতীয় দলের হয়ে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ৭৫টি ম্যাচ খেলে ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে মোট ৫ গোলসহ আর্জেন্টিনার ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ ৩১টি গোলের মালিক তিনি। 

Sunday, March 31, 2019

আইপিএল দেখেন না মোস্তাফিজ

আইপিএল দেখেন না মোস্তাফিজ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় গ্রামের বাড়িতে ছুটি কাটছে মোস্তাফিজের। অথচ গত তিন বছর এ সময় তাঁকে এভাবে ছুটি কাটাতে দেখা যায়নি। প্রতিবারই ব্যস্ত ছিলেন আইপিএল নিয়ে। টানা তিন মৌসুম খেলার পর এবার ‘দর্শক’ হয়ে আইপিএল দেখতে কেমন লাগছে মোস্তাফিজের?
মুম্বাই ইন্ডিয়ানস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চলছে। কী একটা কাজে ব্যস্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। ব্যস্ততা শেষে যখন ফিরেছেন, দেখলেন বাড়ির অনেকে টিভিতে ম্যাচটা দেখছেন। দরজা থেকে একটু উঁকি দিলেন টিভির দিকে। আগে ব্যাট করা মুম্বাইয়ের স্কোর তখন ৭ উইকেটে ১৭২। অতটুকু দেখেই মোস্তাফিজ চলে এলেন নিজের ঘরে। মুম্বাই কেমন খেলছে, কী করছে—এসব নিয়ে তাঁর ভাবতে যেন বয়েই গেছে!
২০১৬ আইপিএল যখন খেলতে গেলেন, কী মাতামাতিটাই না হলো তাঁকে নিয়ে! হবে না কেন? প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে পেলেন ‘আইপিএলের সেরা উদীয়মান’ খেলোয়াড়ের পুরস্কার। ১৬ ম্যাচে ১৭ উইকেট। ইকোনমি রেট ৬.৯০, সেটিও স্লগ ওভারে বোলিংয়ের চাপ সামলে। বাংলাদেশের দর্শকদের কাছে ২০১৬ আইপিএল যেন হয়ে উঠছিল মোস্তাফিজের ৪ ওভার। পরের আইপিএলে তাঁকে ধরে রেখেছিল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা আর টিম ম্যানেজমেন্টের উপেক্ষায় মোস্তাফিজ সেবার একটির বেশি ম্যাচ খেলতে পারেননি।
গত আইপিএলে খেললেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। নিজেদের প্রথম ছয় ম্যাচেই সুযোগ পেলেন। পরের আট ম্যাচের মাত্র একটিতে জায়গা মিলল একাদশে। আইপিএল থেকে ফিরলেন পায়ের চোট নিয়ে। যে চোট তাঁকে খেলতে দেয়নি গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আর এবার আইপিএলের নিলামেই ওঠেনি তাঁর নাম। বিসিবি তাঁর নামটি পাঠায়নি, নাকি নিজেই দেননি, সেটি নিয়ে আছে ধোঁয়াশা।
কিন্তু এটা ঠিক, তিন বছর পর এবার একটু ব্যতিক্রম অভিজ্ঞতা হচ্ছে মোস্তাফিজের। টানা তিন মৌসুম খেলার পর ‘দর্শক’ হয়ে তাঁকে দেখতে হচ্ছে আইপিএল। তিনি আদৌ দর্শক কি না, সেটি নিয়ে অবশ্য প্রশ্ন আছে। মোস্তাফিজ নিজেই যেমন বললেন, ‘আইপিএল খুব একটা দেখা হয় না। এমনিতেই আমি খেলা দেখি কম। নিজের খেলাই দেখি না (রিপ্লে বা ভিডিও) আর আইপিএল!’
ক্রিকেট অবশ্যই তাঁর ধ্যান-জ্ঞান। তবে ক্রিকেটের বাইরের জীবনটা মোস্তাফিজের ভীষণ সাদামাটা। সে জীবনে ক্রিকেটকে রাখতে চান একটু দূরে। সারাক্ষণ ক্রিকেট নিয়েই পড়ে থাকতে হবে, এটা মনে করেন না। ক্রিকেট নিয়ে যতটুকু ভাবা দরকার, ততটুকুই ভাবতে চান। সেটির চেয়েও কমও হবে না, বেশিও হবে না—এই হচ্ছে ক্রিকেটার মোস্তাফিজের দর্শন। টানা তিন বছর পর আইপিএল থেকে দূরে আছেন, এটা নিয়েও তাঁর কোনো ভাবনা নেই। মোস্তাফিজের কথা হচ্ছে, ‘যখন যেটা খেলব, তখন সেটা নিয়ে ভাবব। না খেললে সেটি নিয়ে এত ভাবার কী আছে!’
তিনি উচ্চাকাঙ্ক্ষী নন। আকাশকুসুম চিন্তা করেন না। অবশ্যই স্বপ্ন দেখেন। এখন মোস্তাফিজের স্বপ্ন যেমন বিশ্বকাপ ঘিরে। স্বপ্ন দেখেন, নিজের প্রথম বিশ্বকাপটা রাঙাবেন। সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছেন। যদিও নিউজিল্যান্ড সফর থেকে ফিরে পেয়েছেন লম্বা ছুটি। এ বিরতি শেষ হওয়ার কথা আগামী ৬ এপ্রিল। সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরবেন তখনই। বিরতি তিনি কাজে লাগাচ্ছেন অন্যভাবে।
মোস্তাফিজের পৃষ্ঠপোষকতায় তেঁতুলিয়া স্কুল মাঠে আয়োজন করা হয় টুর্নামেন্ট। টুর্নামেন্টে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোস্তাফিজ। ছুটির সময়টা এভাবেই কাটছে। ছবি: সংগৃহীতমোস্তাফিজের পৃষ্ঠপোষকতায় তেঁতুলিয়া স্কুল মাঠে আয়োজন করা হয় টুর্নামেন্ট। টুর্নামেন্টে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোস্তাফিজ। ছুটির সময়টা এভাবেই কাটছে। ছবি: সংগৃহীতসাতক্ষীরার কালীগঞ্জ থানার যে গ্রামে বেড়ে উঠেছেন, যে মাঠে তাঁর হাতেখড়ি, নিজ উদ্যোগে সেখানে নিয়মিত ব্যাটিং-বোলিং অনুশীলন করছেন। নিজেই উইকেট বানিয়ে নিয়েছেন। আগে বাড়ি এলে একটু-আধটু রানিংয়ের বাইরে কিছু করতেন না। এখন তাঁর উপলব্ধি ভিন্ন, ‘ছুটিতেও বোলিং-ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছি। আগে বাড়ি এলে কিচ্ছু হতো না। হালকা রানিং করতাম। এখন সবই করি।’
বাড়িতে ছুটি কাটাতে এসে বসে থাকা যাবে না—এটি পরিণত মোস্তাফিজের উদাহরণ। ব্যক্তিজীবনে আরও বেশি পরিণত। কদিন আগে বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীনকে। দুজনের অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবন শুরু হয়নি। বিয়ের দু-তিন দিন পরই ঢাকায় চলে এসেছেন নববধূ। ক্লাস মিস হচ্ছে, উপস্থিতির হার কমে গেলে পরীক্ষা দিতে সমস্যা হতে পারে বলে মোস্তাফিজ নিজেই স্ত্রীকে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। সামিয়ার পড়াশোনায় বিঘ্ন ঘটুক, কিছুতেই তিনি চান না। জীবনটা সাজিয়ে নিতে দুজনের সামনে পড়ে রয়েছে দীর্ঘ পথ। সেই পথ পাড়ি দিতে এখনই ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর মানে খুঁজে পান না মোস্তাফিজ।

Wednesday, April 4, 2018

মরহুম ডা.মনিরুজ্জামান ঈমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মরহুম ডা.মনিরুজ্জামান ঈমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


Image may contain: 10 people, people standing and beardবার্তা ডেস্ক. মরহুম ডা.মনিরুজ্জামান ঈমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বড়াইগ্রাম উপজেলা ও উল্লাপাড়া উপজেলা দল অংশগ্রহন নিয়ে বড়াইগ্রাম উপজেলা চ্যাম্পিয়ন হয়। এতে সভাপতি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন আলহাজ আমানত আলী শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মরহুম ডা.মনিরুজ্জামান ঈমানের বড়ভাই আলহাজ আয়নাল হক তালুকদার। উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান বাঁধন, উপধাক্ষ্য আব্দুস সালাম,ব্যবসায়ী সিদ্দিকুর রহমান ও অন্যরা। খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে। উল্লেখ্য মাসব্যাপি খেলায় শুক্রবার ফাইনাল অনুষ্ঠিত হয়।

Thursday, January 4, 2018

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশেও সাকিব-মুশফিক

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশেও সাকিব-মুশফিক

নতুন বছরের শুরুতেই প্রতিবারের ন্যায় ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাদের বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করেছে। বছর জুড়ে সাদা পোশাকে অসাধারণ পারফরম্যান্সের ফলস্বরূপ এই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম।
সব মিলিয়ে বছরটা সত্যিই ভালো যায়নি বাংলাদেশ দলের। বছরের শুরুতে নিউজিল্যান্ডের কাছে হারের পর শেষ করেছে দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে। চলতি বছরে ৯ টেস্টের ৭টিতে হারের বিপরীতে জিতেছে মাত্র দু’টিতে। তবে জয় দু’টিকে বিশেষই বলতে হবে টাইগারদের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ইতিহাসের শততম টেস্ট এবং প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায় মুশফিকবাহিনী। বছরজুড়ে তরুণে ঠাসা দলটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। মাঠের পারফরম্যান্সও ছিলো দারুণ। তারই ফল হিসেবে জায়গা হলো ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশে।
ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশে বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে সাকিবকে। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেছিলেন তিনি। ২০১৭ সালে সাকিব ৭ টেস্টে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান করেছেন, উইকেট নিয়েছেন ২৯টি।
এদিকে মুশফিকের কিপিং নিয়ে অনেক সমালোচনা হলেও ক্রিকইনফোর একাদশে তিনি যদিও সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবেই। ২০১৭ সালে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন গত ডিসেম্বরে টেস্ট অধিনায়কত্ব হারানো মুশফিক। ৫৪.৭১ গড়ে ৭৬৬ রানের পাশাপাশি ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করেছেন। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৫৯ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও করেছিলেন ১২৭ রান।
এছাড়া ক্রিকইনফোর একাদশে আরও জায়গা পেয়েছেন বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, কাগিসো রাবাদারা। দলের অধিনায়ক স্মিথ।
ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ:
ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, নাথান লায়ন, কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন ও নিল ওয়াগনা
এমসিসির সভায় দর্শক হয়ে থাকব না : সাকিব

এমসিসির সভায় দর্শক হয়ে থাকব না : সাকিব

বিশ্ব ক্রিকেটের বড় নীতি নির্ধারণী প্ল্যাটফর্মের নাম এমসিসি। এই কমিটির সভায় ক্রিকেটের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়।সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে। আইসিসি সভায় অনুমোদনসাপেক্ষে বাস্তবায়ন হয় ওইসব সুপারিশের। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে এই কমিটির সদস্য হয়েছেন সাকিব আল হাসান। কমিটির প্রথম সভায় কী ভূমিকা পালন করবেন তিনি?
সভায় যোগ দিতে ৭ জানুয়ারি ঢাকা ছাড়বেন সাকিব। তার আগে আজ বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনের এক ফাঁঁকে সংবাদমাধ্যমের কাছে নিজের পরিকল্পনার কথা জানালেন বিশ্বসেরা অল-রাউন্ডার, ‘আমি ওখানে গিয়ে স্রেফ দর্শক হয়ে বসে থাকতে চাই না। অবদান রাখতে চাই। যে কয় বছর কমিটিতে থাকব, পুরোটাতেই সক্রিয় থাকতে চাই। সেভাবেই ভাবছি, প্রস্তুতি নিচ্ছি। পার্থক্য গড়ার মত কিছু বলতে বা করতে না পারলে তো সভায় গিয়ে লাভ নেই।
সাকিব আরও জানালেন, সভার বিশাল কার্যবিবরণী পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি মনযোগ দিয়ে সেসব কার্যবিবরণী পড়ছেন আর পরিকল্পনা তৈরী করছেন। সাকিবের ভাষায়, ‘সভার এজেন্ডাগুলো ওরা পাঠিয়ে দিয়েছে। অনেক কাগজপত্র। সেগুলো দেখছি। নিজের মতামত যা থাকবে, সেসব নিয়ে ভাবছি। প্লেনে ওঠার পর ফাইনাল টাচ দেব। লম্বা ফ্লাইটে শেষের সবটুকু গুছিয়ে নেব। ‘
২০০৬ সালে গঠিত হয়েছে এমসিসির এই কমিটি। গত বছর সদস্য হিসেবে এই কমিটিতে যুক্ত হয়েছেন সাকিব। বাংলাদেশের ক্রিকেটে অনেক প্রথমের জন্ম যার হাত ধরে, তিনি এখানেও প্রথম। কমিটির প্রথম সভা আগামী ৯ ও ১০ জানুয়ারি, সিডনিতে। রসিকতা করে বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ বললেন, ‘আবার ছাত্রজীবনে ফিরে গেছি। এত এত কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। সেসবে চোখ বুলিয়ে নিচ্ছি।

Wednesday, January 3, 2018

মিলেনিয়াম স্কুল গুরুদাসপুর প্রিমিয়ার লীগের ফাইনাল

মিলেনিয়াম স্কুল গুরুদাসপুর প্রিমিয়ার লীগের ফাইনাল

মিলেনিয়াম স্কুল গুরুদাসপুর প্রিমিয়ার লীগের ফাইনালে, ইয়াং স্টার ক্রিকেট একাদশকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন আমাদের টিম, ডায়নামিক পাওয়ার ক্রিকেট একাদশ।   উক্ত ফাইনাল খেলায় ম্যাচ সেরা হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রাতুল। আয়োজনে গুরুদাসপুর স্পোর্টিং ক্লাব

Wednesday, September 20, 2017

২০১৯ বিশ্বকাপে যে ৮ দল সরাসরি খেলবে ঘোষণা করল আইসিসি

২০১৯ বিশ্বকাপে যে ৮ দল সরাসরি খেলবে ঘোষণা করল আইসিসি


স্পোর্টস ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপে সরাসরি যেআট দল খেলবে তাদের নাম ঘোষণা করেছে আইসিসি। আগে মোটামুটি সাতটি দল চূড়ান্ত ছিল। এবার তাদের সঙ্গে যোগ হয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে সাতে থাকায় অনেকটাই নিশ্চিত ছিল সরাসরি বিশ্বকাপ খেলা। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে সুসংবাদ জানাল বাংলাদেশসহ বাকি সাত দলকে। বাংলাদেশ ছাড়াও সরাসরি বিশ্বকাপ খেলবে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে সরাসরি খেলার শর্ত ছিল এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা। মঙ্গলবার পর্যন্ত শেষ আটের লড়াইয়ে কাগজে-কলমে টিকেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বুধবার ম্যানচেস্টারে পাঁচ ম্যাচের ওয়ানেড সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আইসিসিরনির্ধারিত সময়ের আগে চূড়ান্ত হয়ে গেল র‌্যাঙ্কিংয়ে সেরা আট। বাকি চার ওয়ানডে জিতলেও সাত নম্বরে থাকা বাংলাদেশএমনকি আট নম্বরে থাকা শ্রীলঙ্কাকে টপকাতে পারবে না নয় নম্বরে থাকা দল ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি ঘোষিত সবশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ৯৪ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ, ৮৬ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা, ৭৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সুযোগ এখনই শেষ হয়ে যায়নি। বাছাই পর্ব খেলে শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারলে মূল লড়াইয়ে দেখা যাবে গেইলদের। ইংল্যান্ডে ২০১৯ সালের ৩০মে ১০ দলের অংশগ্রহণে শুরু হবে বিশ্বকাপ। তার আগে বাছাইপর্বে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। সেরা দুটি দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার।