Showing posts with label বিজ্ঞান ও টেক. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও টেক. Show all posts

Wednesday, October 2, 2019

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো শুরু ১৪ অক্টোবর

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো শুরু ১৪ অক্টোবর



আইসিটি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং স্টার্টআপ বাংলাদেশ একসঙ্গে ‘ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো-২০১৯’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।

‘মেড ইন বাংলাদেশ :
 কোনো কিছুই অসম্ভব নয়’ প্রতিপাদ্যে বিষয়/থিম নিয়ে তিন দিনব্যাপী এ এক্সপো আইসিটি শিল্পসম্পর্কিত বিভিন্ন পণ্য এবং বিশ্ববাসীর জন্য আইসিটি পরিষেবা একত্রে করে দেশের সাফল্যের গল্পগুলো প্রদর্শন করবে আইসিটি ইন্ডাস্ট্রির সব ব্যবসায়ী। স্থানীয় এবং বিদেশিদের মধ্যে বিপুলসংখ্যক বিনিয়োগকারী এক্সপোতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে, যেখানে তারা স্থানীয় উদ্ভাবনগুলো দেখবে এবং সেটি থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে, বিশেষ করে হার্ডওয়্যার পণ্যগুলো খাতটিতে নতুন করে বিনিয়োগ এবং রফতানি, এর মাধ্যমে এ সেক্টরে উভয়ের পথ প্রশস্ত করবে। ইভেন্টের মধ্যে ডিজিটাল বাংলাদেশের দশ বছরের সাফল্যে বিভিন্ন সেমিনার এবং ব্রেকআউট সেশনের মাধ্যমে তুলে ধরা হবে।আগামী ১৪-১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি), শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
ওয়ালটন, সিম্ফনি, টেলিফোন শিল্প সংস্থা, টেকনো মোবাইল, ভিভো, এলজি, নিটল এবং আমরার মতো দেশের প্রায় সব বড় আইসিটি পণ্য ও পরিষেবা উৎপাদনকারী সংস্থা এক্সপোতে নেবে। অংশগ্রহণকারীরা তাদের পরিষেবা এবং মূল সরঞ্জাম উৎপাদন (ওইএম), সিকিউরিটি এবং তত্ত্বাবধানের বিষয়গুলোসহ তাদের এন্টারপ্রাইজ সলুশন, টেলিকম, ক্লাউড কম্পিউটিং, সরকারি সেবা, গেমিং-সম্পর্কিত আরও বিভিন্ন পণ্য প্রদর্শন করবে।
বাংলাদেশ সরকারের এটুআই ইনোভেশন ল্যাব তাদের প্রযুক্তিভিত্তিক কৃষিক্ষেত্র, কর্মসংস্থান, পরিবেশ, মেয়েদের ক্ষমতায়ন, স্বাস্থ্য, আইন, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে উদ্যোগগুলো প্রদর্শন করবে। দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যদ্রব্যসমূহ প্রদর্শনের পাশাপাশি দেশের প্রযুক্তিতে আগ্রহী তরুণদের অংশগ্রহণকে এক্সপো চলাকালে সমানভাবে উৎসাহিত করা হবে।

Thursday, April 5, 2018

রাডার তথ্য – The  Radar | রাডারের কাজ সহ সকল তথ্য।

রাডার তথ্য – The Radar | রাডারের কাজ সহ সকল তথ্য।

রাডার কি?


সংক্ষেপে “রাডার” এমন একটি পদ্ধতি যা তড়িচ্চৌম্বক তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে পারে”। রাডার এর মানে হলো “Radio Detection And Ranging”। রাডার আবিস্কার করেন “এ এইচ টেলর” এবং “লিও সি ইয়ং“, ১৯২২ সালে। রাডার সিস্টেমটি এয়ার ট্রাফিক কন্ট্রোল, এয়ার ডিফেন্স সিস্টেম, শত্রু বিমান সনাক্তকরণ, জাহাজ সনাক্তকরণ, আবহাওয়া পর্যবেক্ষণ এর কাজে প্রচুর ব্যবহৃত হয়।
রাডার যন্ত্র আকাশে উড়োজাহাজে, সামুদ্রিক জাহাজে এবং স্থলভাগের যে কোনো স্থানেই ব্যবহার করা যায়। স্থলভাগে বসানো রাডার যেমন বলে দিতে পারে আকাশে কোথাও শত্রু বিমানের আগমন ঘটেছে তেমনি বিমানে অবস্থিত রাডারও বলে দিতে পারে নিচে কোথায় বিমান বন্দরের অবস্থান, টার লক্ষ্যবস্তু বা তার আশেপাশের অন্য কোনো শত্রুর বিমান আছে কিনা, কত দূরে আছে।

রাডার এর কাজ


Download Radar stock illustration. Illustration of computer, equipment - 39923582
অন্যভাবে ব্যবহার করলে রাডার পৃথিবীর পৃষ্ঠতল সম্বন্ধে তথ্য সরবরাহ করে বা আবহাওয়ামণ্ডলের পরিস্থিতির সম্যক ধারণা দেয়। এছাড়া অনেক দূরের বা কাছের জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুসমূহের পৃষ্ঠতল এবং বৈশিষ্ট্য সম্বন্ধেও এটি তথ্য প্রদান করে। রাডারকে অনেক সময় আরও পূর্ণাঙ্গ কোন ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করা হয় বা এর সাথে সহযোগী অন্য যন্ত্র ব্যবহার করা হয়।

রাডার কিভাবে কাজ করে?


রাডারের মধ্যস্থিত একটি প্রেরক যন্ত্রের মাধ্যশে চারপাশে বেতার তরঙ্গ প্রেরণ করা হয় যা কোন বস্তু থেকে প্রতিফলিত হয়ে এসে গ্রাহক যন্ত্রে ধরা পড়ে। গ্রাহক যন্ত্র সাধারণত প্রেরক যন্ত্রের কাছেই বা একই স্থানে অবস্থান করে। প্রতিফলিত হয়ে আসা বেতার তরঙ্গ বেশ দুর্বল হলেও একে ইচ্ছামত বিবর্ধিত করা যায়। এ কারণেই রাডার অনেক দূরের বস্তুকেও বিকিরণের মাধ্যমে চিহ্নিত করতে পারে।
রাডারে যে রেডিও তরঙ্গ ব্যবহার করা হয় তা উৎপন্ন হয় একটি যন্ত্রাংশ দ্বারা যার নাম “ম্যাগনেট্রন“। রেডিও তরঙ্গ এবং আলো একই গতিতে পথ অতিক্রম করতে পারে; কিন্তু রেডিও তরঙ্গের তরঙ্গ গুলো অনেক লম্বা হয় এবং এর কম্পাঙ্ক অনেক দুর্বল শক্তির হয়ে থাকে। আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ৫০০ ন্যানোমিটার হয়ে থাকে (১ মিটার থেকে ৫০০ বিলিয়ন গুন ছোট), আর রাডারে ব্যবহৃত হওয়া রেডিও তরঙ্গ আলোক তরঙ্গ হতে মিলিয়ন গুন বেশি লম্বা হয়ে থাকে।
মনে করুন এক অন্ধকার রাতে একটি বিশাল প্লেনকে একটি জনবহুল শহরে ল্যান্ড করার চিন্তা করছেন—কিন্তু সমস্যা হচ্ছে প্রচণ্ড কুয়াশায় চারিদিক ঢেকে রয়েছে, তো কীভাবে আপনি ফাঁকা জায়গা খুঁজে নিরাপদে প্লেনটি ল্যান্ড করবেন? আপনি তো কিছু দেখতেই পাচ্ছেন না! প্লেন পাইলটরা রাডার নামক একটি যন্ত্র ব্যবহার করে এই সমস্যার সমাধান করে থাকেন; এটি একটি দেখার মাধ্যম বা উচ্চ রেডিও তরঙ্গ ব্যবহার করে লুকায়িত কোন বস্তুকে দেখতে সাহায্য করে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় শত্রু পক্ষের বিমানকে খুঁজে বেড় করার জন্য একটিকে প্রধানত উন্নতিকরণ করা হয়েছিল। কিন্তু আজকের দিনে এর প্রশস্ত ব্যবহার রয়েছে। বিমান পাইলটরা বিমান ছাড়ার সময়, বিমানে থাকা কালীন সময় এবং বিমান ল্যান্ড করার সময় এটি ব্যবহার করে। পুলিশ অবৈধ স্পীডে চালানো বাইক বা গাড়িকে ডিটেক্ট করতে এটি ব্যবহার করে। এমন কি পৃথিবীর এবং অন্য গ্রহ-উপগ্রহের মানচিত্র পেতে, স্যাটেলাইট এর অবস্থান জানতে নাসাও রাডার ব্যবহার করে। তো চলুন, এটি কীভাবে কাজ করে তার সম্পর্কে বিস্তারিত জেনে নে

রাডার স্টেশন


রাডার স্টেশন হল এক ধরনের মিনি সাইজের বেতার কিংবা টেলিভিশন সম্প্রচার কেন্দ্রের মতো। এই কেন্দ্র থেকে আকাশে বেতার তরঙ্গ নিক্ষেপ করা হয়। যখন এই বেতার তরঙ্গ আকাশে কোনো কঠিন বস্তুতে আঘাত করে তখন প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই প্রত্যাবর্তনকারী তরঙ্গই ধরা পড়ে রাডারের গ্রাহক যন্ত্রে। রাডারের গ্রাহক যন্ত্রের অংশটি প্রায় টেলিভিশনের মতো। এখানে প্রত্যাবর্তনকারী তরঙ্গের আলোর সংকেতই পর্দায় ভেসে উঠে আলোর বিন্দু রূপে। রাডারের এই তরঙ্গ খুবই দ্রুত ছুটে যায় এবং দূরের বস্তুতে আঘাত করে আবার ফিরে আসে এবং আলোর বিন্দু হয়ে পর্দায় ভাসে উঠে – এই প্রক্রিয়াটি চোখের পলকে ঘটে যায়।

রাডার এড়ানো সম্ভব কিভাবে?


Image result for radar
বিমান শনাক্ত করতে বা জাহাজ শনাক্ত করতে রাডার ব্যবহার করা হয়। তবে বিমানের ক্ষেত্রে রাডারকে প্রধান গুরুত্ব দেয়া হয়। রাডারকে ফাঁকি দেয়া কঠিন কাজ। রাডারকে ফাঁকি দিতে বা এড়াতে হলে আপনার এমন এক প্লেন প্রয়োজনীয় যা একে বারে গোপনে আর লুকিয়ে কাজ করতে পারে এবং অবশ্যই রাডারে ধরা না পড়ে। অ্যামেরিকান এয়ার ফোর্সের কাছে এমন একটি অশুভ চেহারার বিমান রয়েছে যার নাম বি২ বোম্বার; এর এই বিমানের গঠন এমন যা রাডার থেকে আসা বীম শুষে নিতে পারে ফলে রাডার আর কিছুই ডিটেক্ট করতে পারে না। সাম্প্রতি এরকম প্লেন অনেক দেশের কাছে আছে এবং অনেক দেশ তৈরির কাজে আছে।
এককথায় রাডার এমন এক জিনিস যা কোন কিছুকে ধরতে বা বুঝতে বা কোন কিছুর অবস্থান বুঝতে পারে। রাডার তরঙ্গ ব্যবহার করে এই কাজ করে থাকে।
(© Image – Wikipedia, SIB, Techubs, Google / Info. Wikipedia, Techubs, SIB, SV Wiki, Google etc.)
 স্যামসাং মোবাইল তৈরি হবে  বাংলাদেশে

স্যামসাং মোবাইল তৈরি হবে বাংলাদেশে



আগামী মে মাস থেকে বাংলাদেশে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি হতে যাচ্ছে। এ জন্য স্যামসাং ফোনের এ দেশীয় পরিবেশক ফেয়ার ইলেকট্রনিকস নরসিংদীতে একটি কারখানা তৈরি করেছে। এ কারখানায় মূলত স্যামসাং ইলেকট্রনিকসের ফোরজি স্মার্টফোন তৈরি করা হবে।
রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ৫৮ হাজার বর্গফুট আয়তনের এই কারখানাটিতে গ্রাহকদের জন্য সাশ্রয়ী স্মার্টফোন তৈরি করা হবে। এই কারখানার মাধ্যমে দেশে প্রত্যক্ষভাবে পাঁচ শতাধিক এবং পরোক্ষভাবে আরও অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে, বাড়বে দেশের বিনিয়োগ। ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্য অর্জনে এই নতুন কারখানাটি বিশেষ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, স্যামসাং হচ্ছে দেশের প্রথম বৈশ্বিক হ্যান্ডসেট কোম্পানি যারা বাংলাদেশে মোবাইল তৈরির কারখানা স্থাপন করছে।
সংবাদ সম্মেলনে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, ফেয়ার ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মেজবাহ উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলেন আরও জানানো হয়, শুরুতে মোবাইল সংযোজন হবে ওই কারখানায়। পরে উৎপাদন পর্যায়ে যাবে।

By Prothom Alo
ইউটিউব কার্যালয়ে হামলা , কার্যালয়ে হামলাকারী নারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ

ইউটিউব কার্যালয়ে হামলা , কার্যালয়ে হামলাকারী নারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ

ইউটিউব কার্যালয়ে হামলাকারী নাসিম আগদাম (৩৯)।
ইউটিউব কার্যালয়ে হামলাকারী নারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ইরানি বংশোদ্ভূত ওই নারীর নাম নাসিম আগদাম (৩৯)। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, হামলাকারীর পরিচয় জানা গেলেও হামলার উদ্দেশ্য এখনো তদন্ত করে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইউটিউবের প্রধান কার্যালয়ে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক হামলার ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী নারীকে মৃত উদ্ধার করে পুলিশ।
ক্যালিফোর্নিয়া পুলিশপ্রধান বারবার্নি সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বারবার্নি বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৮ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। মানুষ দিগ্‌বিদিক ছুটছিল। কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। কয়েক মিনিট পরই গুলিবিদ্ধ আরেক নারীকে পাওয়া যায়। সন্দেহভাজন ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলছে, যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন, তাঁদের কেউ হামলাকারীকে চিনতেন না। ওই ঘটনায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ৩২ ও ২৭ বছর বয়সী দুই নারীর গুলি লেগেছে।
পুলিশ বলছে সন্দেহভাজন ওই নারী ইরানি বংশোদ্ভূত এবং ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি নিয়মিত ইউটিউব ব্যবহার করতেন। একটি ভিডিওতে তিনি ইউটিউবের বৈষম্য ও ফিল্টার করার বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছিলেন। এ ছাড়া ব্যক্তিগত ওয়েবসাইটেও ইউটিউবের বিরুদ্ধে তাঁকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
ঘটনার পরপরই ইউটিউব থেকে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।
ব্যক্তিগত ওয়েবসাইটে ক্ষোভ প্রকাশ করে আগদাম লেখেন, ইউটিউবসহ অন্যান্য ভিডিও শেয়ারিং সাইটে ভিডিও ভিউ বাড়ানোর ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। সবাই সমান সুযোগ পাচ্ছে না। কেবল ইউটিউব কর্তৃপক্ষ যদি চায়, তবেই চ্যানেল বড় করা যাবে। তা না হলে না।
এর আগে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, গুলিবিদ্ধ ব্যক্তিটি আগদামের বন্ধু হতে পারে। তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুলির চালানোর সময় নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে চালানো হয়নি। অর্থাৎ, নির্বিচারে গুলি চালিয়েছেন সন্দেহভাজন ওই নারী।
By Prothom Alo

Wednesday, January 3, 2018

ইন্টারনেট ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা!

ইন্টারনেট ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা!



বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পদ্ধতি নিয়ে কাজ করছেন, যা ইন্টারনেট সংযোগ ও ক্লাউড কম্পিউটিং সাহায্য ছাড়াই পরিচালনা করা যাবে। ফলে প্রত্যেক ব্যবহারকারী পাবেন বাড়তি নিরাপত্তা। নতুন এই ‘ডিপ লার্নিং এআই সফটওয়্যার’ খুব সহজেই মোবাইল ফোন ও কম্পিউটার চিপে এঁটে যেতে পারে এবং স্মার্টফোন থেকে শুরু করে কারখানায় ব্যবহৃত রোবট—সবক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি যন্ত্র স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবে; যা অনেকটাই নিউরাল নেটওয়ার্কের মতো। এ ব্যাপারে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেক্সান্ডার ওয়ং বলেন, ‘আমরা মনে করি এটির প্রচুর কার্যকারিতা রয়েছে। মূলত কর্মক্ষেত্রে যাঁরা ডিপ লার্নিং এআই ব্যবহার করার ব্যাপারে চেষ্টা করছিলেন, তাঁদের জন্য বিষয়টি অনেকটাই সহজ হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে খুব কম ডেটা বিশ্লেষণ করতে হবে এবং আদান-প্রদানের খরচও অনেকটাই কমে যাবে।’
কৃত্রিম নিউরনের প্রতিটি স্তরে ডেটা বিশ্লেষণের মাধ্যমে ডিপ লার্নিং এআই মানুষের মস্তিষ্ককে নকল করতে সক্ষম। তার জন্য প্রয়োজন গণনা করার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং যথেষ্ট পরিমাণ কাজ করার শক্তি। যতবার গণনা করার ক্ষমতা ও স্মৃতিশক্তি সরিয়ে নেওয়া হয়েছে, ততবারই ডিপ লার্নিং এআই মানিয়ে নেওয়া এবং নিজেকে পরিবর্তনের মাধ্যমে প্রতিক্রিয়া করেছে। যা গবেষকেরা বিশেষ দিক হিসেবেই বিবেচনা করছেন।
একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ জাভেদ শাফি ডিপ লার্নিং এআই সম্পর্কে বলেন, এই নেটওয়ার্কগুলো প্রজন্ম থেকে প্রজন্মে নিজেদের ব্যক্ত করে এবং নিজেদের আরও ছোট করে নেয় বর্তমান পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে।
মারিফুল হাসান, সূত্র: গ্যাজেটস নাউ

Wednesday, September 27, 2017

অ্যাডসেন্স এখন বাংলা (বাংলা) বুঝতে পারে

অ্যাডসেন্স এখন বাংলা (বাংলা) বুঝতে পারে

অ্যাডসেন্স এখন বাংলা (বাংলা) বুঝতে পারে 
মঙ্গলবার, সেপ্টেম্বর ২6, ২017 আজ, আমরা বাংলা (বাংলা), লক্ষ লক্ষ মানুষ, ভারত এবং সারা বিশ্বে অন্যান্য অনেক দেশে এডসেন্স সাপোর্টেড ভাষার পরিবার দ্বারা কথিত ভাষা যোগ করার জন্য উদ্দীপ্ত। গত কয়েক বছরে বাঙালি ভাষা বিষয়বস্তুর স্বার্থ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। অ্যাডজেন প্রকাশকদের জন্য তারা বাংলাতে তৈরি করা সামগ্রীকে নগদীকরণের জন্য সহজ উপায় সরবরাহ করে এবং প্রাসঙ্গিক বিজ্ঞাপনগুলির সাথে তাদের কাছে পৌঁছানোর জন্য ক্রমবর্ধমান অনলাইন বাঙালি দর্শকদের সাথে যোগাযোগ করার জন্য বিজ্ঞাপনদাতাদের সহায়তা করে। গুগল অ্যাডসেন্স দিয়ে আপনার বাংলা (বাংলা) কন্টেন্ট ওয়েবসাইটকে নগদীকরণ শুরু করতে:     অ্যাডসেন্স প্রোগ্রাম নীতি চেক করুন এবং আপনার ওয়েবসাইট অনুবর্তী হয় নিশ্চিত করুন।     একটি AdSense অ্যাকাউন্টের জন্য সাইন আপ করুন     আপনার ব্যবহারকারীদের প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন শুরু করতে অ্যাডসেন্স কোড যুক্ত করুন। 
অ্যাডসেন্সে স্বাগতম! এখন সাইন আপ করুন! এর দ্বারা পোস্ট করা: AdSense আন্তর্জাতিকীকরণ টিম