মঙ্গলবার (১০ অক্টোবর) গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচন শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চাপিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. রেজাউল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জয়নুল আবেদিন। ছাতা প্রতিকে তিনি সর্বমোট ২১০ ভোট পেয়েছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর আলম মিঠু। তালাচাবি প্রতিক নিয়ে পেয়েছেন সর্বমোট ২৯৬ ভোট। তাঁর নিকটতম প্রার্থী শিকারপুর কৃষি কারিগরি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহিম টপি। আনারস প্রতিকে পেয়েছেন সর্বমোট ১৩৮ ভোট।
অন্যদিকে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান, সাংসগঠনিক সম্পাদক পদে মো. জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক পদে আল মাহমুদ মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শামীম আহম্মেদ এবং জান্নাতুল ফেরদৌস আঁখি মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. বজলুর রহমান জানান, উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
0 comments: