২৩ জুলাই ২০১৭, ০০:৫৮
আপডেট: ২৩ জুলাই ২০১৭, ০০:৫৮
আপডেট: ২৩ জুলাই ২০১৭, ০০:৫৮
চলনবিল এক ঐতিহাসিক বিল, যা বাংলাদেশের বড় বিলগুলোর মধ্যে একটি। এর ভৌগোলিক অবস্থান ও সীমানা বিশাল। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর—এ ইতিনটি জেলার প্রায় নয়টি উপজেলায় এই বিল বিস্তৃত। চলনবিল মিঠা পানির মাছের আধার।
চলনবিলের কৃষকেরা কৃষি প্রযুক্তিতেও বেশ আগ্রহী। ইরি মৌসুমে চলনবিলের মাঠে প্রচুর ধানের চাষ হয়। কিন্তু এই বিশাল জনপদে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে কোথাও আজ অবধি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি। চলনবিলের নামে অনেক স্কুল-কলেজ-মাদ্রাসা ও প্রতিষ্ঠানের নামকরণ করা হলেও কোনো বিশ্ববিদ্যালয় হয়নি। উল্লেখ্য, পাবনা ও সিরাজগঞ্জে বিশ্ববিদ্যালয় থাকলেও নাটোরে বিশ্ববিদ্যালয় নেই। চলনবিলের কৃষি সম্ভাবনা আবিষ্কারে চলনবিল কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে নাটোর জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এতে এই অঞ্চলের কৃষকেরা লাভবান হবেন, দেশেরও উপকার হবে।
মোহাম্মদ অংকন, ঢাকা।
SHARE THIS
0 comments: