Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Tuesday, July 7, 2020

কেন জয়াকে নিলেন না সৃজিত?

কেন জয়াকে নিলেন না সৃজিত?

মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বনে কলকাতা থেকে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। নির্মাণ করছেন কলকাতার তুমুল জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। আনন্দবাজার পত্রিকায় আজ সোমবার প্রতিবেদনে বলা হয়েছে, উপন্যাসের মূল চরিত্র মুশকান জুবেরি হিসেবে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও কলকাতার অণির্বাণ চ্যাটার্জীকে। লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন চেয়েছিলেন দুই বাংলার প্রিয়মুখ জয়া আহসানকে। আনন্দবাজার লিখেছে, একটি বিশেষ কারণে জয়াকে বাদ দিয়েছেন সৃজিত।
কী সেই কারণ সেটা বলা হয়নি। 'রাজকাহিনী', 'এক যে ছিল রাজা' ছবিতে একসঙ্গে কাজের খাতিরে সৃজিত ও জয়ার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কে এখন নানা কারণে দূরত্ব তৈরি হয়েছে। এটাও একটা কারণ হতে পারে বলে মত অনেকের। কেউ আবার বলছেন, স্ত্রী মিথিলার পরামর্শেই নতুন ওয়েব সিরিজের শিল্পী বাছাই করছেন সৃজিত। তাই জয়াকে এড়িয়ে গেছেন ‘রাজকাহিনি’ ছবির পরিচালক।  
বিডি প্রতিদিন/ফারজানা

Wednesday, October 2, 2019

ড.জোহা কলেজ’৯৫ ব্যাচের ঈদ পুনঃমিলনী ও নৌকা ভ্রমন

ড.জোহা কলেজ’৯৫ ব্যাচের ঈদ পুনঃমিলনী ও নৌকা ভ্রমন



নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনঃ মিলনী ও নৌকা ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগষ্ট বুধবার সকালে গুরুদাসপুর থেকে নৌকা ভ্রমন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁ জেলার ঐতিহাসিক পতিসর কুঠি বাড়ির উদ্যেশ্যে রওনা হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো স্মৃতি রোমন্থন,জোকস,স্বরনীয় ঘটনা বর্ননা,বন্ধু আড্ডা,গান ও প্রীতিভোজ। ১৯৯৫ ব্যাচের শিক্ষা ক্যাডার শিহাব উদ্দিন সেলিম ও গুরুদাসপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালন জানান,১৯৯৫ সাল থেকে ধারাবাহিকভাবে ঈদ পুনঃমিলনী ও নৌকা ভ্রমন হয়ে আসছে। প্রথম দিকে সিমিত পরিসরে হলেও এখন হচ্ছে বিস্তৃত কলেবরে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে সুসম্পর্ক অটুট থাকে। অনেকে পেষাগত কারণে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করেন। ঈদের ছুটিতে নাড়ির টানে এলাকায় আসার সুবাদে ওই অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হবার সুযোগ সৃষ্টি হয়।
বড়াইগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিচার ৭টি করে জুতাপেটা

বড়াইগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিচার ৭টি করে জুতাপেটা

চালক বোরহান উদ্দিন কুমরুল গ্রামে এক ব্যক্তির বাড়িতে বাজার থেকে কেনা চাল পৌঁছে দিতে যায়। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা গৃহবধূকে (৩২) একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঐ গৃহবধূ চিৎকার শুরু করলে বোরহান দ্রুত ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় গ্রাম প্রধানদের জানালে তারা থানায় যেতে নিষেধ করে গত মঙ্গলবার রাতে কুমরুল গ্রামের শ্রী লালুবাবুর বাড়িতে মিমাংসা বৈঠকে বসেন। সেখানে হিন্দু ধর্মীয় প্রধান বাবলু কুমারসহ গ্রাম প্রধান তাজেম উদ্দিন মোল্লা, টিপু মোল্লা, কাজল ও বোরহানের শ্বশুর আকতার হোসেন উপস্থিত ছিলেন।সেখানে বিষয়টি বিস্তারিত শুনানির পর লম্পট বোরহানকে সাতটি জুতার বাড়ি দিয়েই বিচার শেষ করা হয়। তবে সালিশে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্ত বোরহান উদ্দীনের কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করা হলেও ঐ গৃহবধূকে কোনও টাকা দেয়া হয়নি। পুরো টাকাই সালিশের লোকজন ভাগাভাগি করে নিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূর স্বামী মোবাইলে জানান, গ্রামের প্রধানেরা বসে সব কিছু শুনে বোরহানকে জুতাপেটা করেছেন। তবে আমরা কোনও টাকা পয়সা পাইনি। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বিষয়টি জানা ছিল না। তাছাড়া ভিকটিমের পরিবারও কিছু জানায়নি। তবে আমি এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

Sunday, March 31, 2019

বন্ধ হচ্ছে বিদেশী চ্যানেলে দেশি বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে বিদেশী চ্যানেলে দেশি বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন-আগামী ১ এপ্রিল থেকে দেশে ডাউনলিংকের মাধ্যমে সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন।
শনিবার (৩০ মার্চ) শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ‘সংকটে বেসরকারি টেলিভিশন’ শীর্ষক সেমিনারে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, ‘আমাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে দুই বার পরিপত্র জারি করেছি।
এটি আগামী ১ এপ্রিল থেকেই বাস্তবায়ন করতে চাই। আমি আশা করছি, এ বিষয়ে আপনারা প্রস্তুতি গ্রহণ করেছেন। কারণ দুই মাস আগে থেকেই আপনাদের নির্দেশনা দেওয়া হচ্ছে’।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ৪৪টি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৩টি সম্প্রচারে রয়েছে, অন্যগুলো সম্প্রচারের অপেক্ষায়।
টেলিভিশন চ্যানেলগুলো যেন টিকে থাকে, চ্যানেলে যারা চাকরি করে তাদের চাকরির যেন নিশ্চয়তা থাকে, সেজন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এজন্য চ্যানেলগুলোর আয় বাড়াতে হবে। টেলিভিশন চ্যানেলগুলো এখনো বিজ্ঞাপন নির্ভর। কিন্তু দেশে বিজ্ঞাপনের মার্কেট কমে যাচ্ছে, আর টেলিভিশন চ্যানেলের সংখ্যাও বেড়ে যাচ্ছে।
টেলিভিশনগুলো নিজেরাও অসম প্রতিযোগিতা করে বিজ্ঞাপনের রেট কমিয়ে দিয়েছে। আবার অনলাইন, ফেসবুক, ইউটিউবেও বিজ্ঞাপন চলে যাচ্ছে’।
সম্প্রচার আইন ও ডিস্ট্রিবিউটরদের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘এসব সমস্যার বড় সমাধান ডিস্ট্রিবিউটারদের হাতে রয়েছে। কারণ, আইন অনুযায়ী দেশে ডাউনলিংকের মাধ্যমে সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করা দণ্ডনীয় অপরাধ।
তারপরও বাংলাদেশে যেসব বিদেশি চ্যানেল জনপ্রিয়, সেগুলোতে বহুজাতিক ও বেশকিছু বাংলাদেশি কোম্পানির বিজ্ঞাপন অবৈধভাবে প্রচার করা হয়।
এ আইনটি পুরোপুরি বাস্তবায়ন করা হলে, বছরে ৫০০ কোটি টাকার বিজ্ঞাপন দেশীয় টেলিভিশনগুলো পাবে বলে আমি মনে করি। এ পরিমাণ বিজ্ঞাপন পেলে আজকে টেলিভিশনে যে সংকট রয়েছে, সেটা কেটে যাবে’।
সেমিনারে আরও বক্তব্য রাখেন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক, সদস্য সচিব শাকিল আহমেদ, সারাবাংলা ডটনেট, দৈনিক সারাবাংলা ও জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।
এর আগে গত ১৩ মার্চ তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে ডাউনলিংকের মাধ্যমে সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে।
এ নির্দেশ অমান্য করলে ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল/স্থগিত এবং ২৮ ধারা মোতাবেক দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Wednesday, April 4, 2018

চলনবিলে বেড়ানোর জন্য স্থানীয় নৌকা পাওয়া যাবে ভাড়ায়

চলনবিলে বেড়ানোর জন্য স্থানীয় নৌকা পাওয়া যাবে ভাড়ায়

  মুস্তাফিজ মামুন,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শনিবার জাদুঘরটি বন্ধ থাকে



By bdnews24.com