Wednesday, October 2, 2019

ড.জোহা কলেজ’৯৫ ব্যাচের ঈদ পুনঃমিলনী ও নৌকা ভ্রমন



নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনঃ মিলনী ও নৌকা ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগষ্ট বুধবার সকালে গুরুদাসপুর থেকে নৌকা ভ্রমন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁ জেলার ঐতিহাসিক পতিসর কুঠি বাড়ির উদ্যেশ্যে রওনা হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো স্মৃতি রোমন্থন,জোকস,স্বরনীয় ঘটনা বর্ননা,বন্ধু আড্ডা,গান ও প্রীতিভোজ। ১৯৯৫ ব্যাচের শিক্ষা ক্যাডার শিহাব উদ্দিন সেলিম ও গুরুদাসপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালন জানান,১৯৯৫ সাল থেকে ধারাবাহিকভাবে ঈদ পুনঃমিলনী ও নৌকা ভ্রমন হয়ে আসছে। প্রথম দিকে সিমিত পরিসরে হলেও এখন হচ্ছে বিস্তৃত কলেবরে। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে সুসম্পর্ক অটুট থাকে। অনেকে পেষাগত কারণে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করেন। ঈদের ছুটিতে নাড়ির টানে এলাকায় আসার সুবাদে ওই অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হবার সুযোগ সৃষ্টি হয়।

SHARE THIS

0 comments: