নাটোরের উত্তরা গণভবনের ঐতিহাসিক নিদর্শন ঠিক রেখে উন্নয়ন করা হবে। পাশাপাশি এখানে পর্যটকদের আকৃষ্ট করতে বৃহৎ পরিকল্পনা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার নাটোরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উন্নয়ন পরিকল্পনা বিষয়ে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ এই কথা জানান।। শনিবার নাটোরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উন্নয়ন পরিকল্পনা বিষয়ে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ এই কথা জানান।জেলা প্রশাসক বলেন, রাজধানীর বাহিরে নাটোরে একমাত্র প্রধানমন্ত্রীর বাসভবন উত্তরাগণভবন। এছাড়া দিঘাপতিয়া রাজবাড়ি হওয়ায় এর ঐতিহাসিক নিদর্শন এবং মর্যfদ রয়েছে। যার কারনে উন্নয়ন করতে গিয়ে গণভবনের যাতে সে মর্যদা বা নিদর্শন যেন নষ্ট না হয় সেদিক খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি গণভবন কেন্দ্রিক পর্যটকদের আকৃষ্ট করতে উন্নয়ন পরিকল্পনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের কাছে মতামত চাওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন, সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে উত্তরা গণভবন নিয়ে বিভ্রান্তিকর কিছু তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। যার কারনে নাটোরের সচেতন মহল, সুধিজনরা ভুল বুঝেছে। তাদের এই ভুল ভাঙ্গাতেই আজকের মতবিনিময় সভা। এছাড়া গণভবনের ভিতরে কোন স্থাপনা নষ্ট করে উন্নয়ন করা হচ্ছে না। যা উন্নয়ন করা হবে গণভবনের বাহিরে। মুল ফটকের সামনে মোটেল, সিনেকমপ্লেক্স, ফুড কর্নার, সুইমিং পোল সহ ৫০ থেকে ৬০ কোটি টাকার একটি উন্নয়ণ পরিকল্পনা গ্রহনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগের কাছে মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করা হবে।মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গবেষক ও ইতিহাক সংরক্ষক খালিদ বিন জালাল বাচ্চু, সিনিয়ল সাংবাদিক রনেন রায় সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং সুধিজনরা। এছাড়া নাটোর সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর শরিফ চৌহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল নাটোরের বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এরআগে উত্তরা গণভবনের সংস্কারের আগে এবং পরের উন্নয়ণ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং এনডিসি অনিন্দ মন্ডল।
0 comments: