Monday, April 1, 2019

গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের আলোর মিছিল



গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে ভয়াল ২৫ মার্চ গনহত্যা দিবসের কালোরাত স্বরনে চাঁচকৈড় বাজারে প্রদর্শিত হলো আলোর মিছিল। মিছিলটি সন্ধ্যা ৭টায় উপজেলার চাঁচকৈড় বাজার পাট হাটা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে উপজেলা চত্তরের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার পাদদেশে শহীদদের স্বরণে নিরবতা পালন,আলোচনাসভা,মিলাদ ও দোয়া,বাংলাদেশের অঙ্কিত মানচিত্রে মোমবাতি প্রজ্জলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন। আলোর মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাশিষ কবির সুবাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব,এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ শোভন,জেলা ছাত্রলীগ নেতা নাজমুল হকসহ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ। অয়োজক ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধন ও সুবাশিষ কবির সুবাস জানান,২৫ মার্চ বাঙ্গালী জাতীর জীবনে কালো রাত,কালো অধ্যায়। প্রজ্জলিত আলো দিয়ে কালো আঁধার দুর করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতীতে গিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আলোর মশাল ও মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে আমরা ২৫ মার্চ রাতে নিরীহ বাঙ্গালীর বুকে পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞকে স্বরন করেছি। দোয়া ও মোনাজাতের মাধ্যমে ২৫ মার্চে শাহাদৎ বরনকারী শহীদদের আত্মার শান্তি কামনা ও ১৫ আগষ্ট জাতীর জনক শেখ মুজিবসহ সকলের আত্মার শান্তি কামনা এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

SHARE THIS

0 comments: