Wednesday, April 18, 2018

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া শহর আওয়ামী লীগ এ জনসভার



মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ জনসভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আবারও বর্তমান সাংসদ আব্দুল কুদ্দুসকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি তোলা হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া শহর আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
জনসভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস। উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাটোর-২ সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনের সাংসদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ,  নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি সিরাজুল ইসলাম, শাহজাহান কবির, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ও বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি।
এ সময় বক্তারা বলেন, মেয়র শাহনেওয়াজ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে।সাংসদ কুদ্দুস নাটোর-৪ আসন থেকে নৌকা প্রতীকে পাঁচবার নির্বাচিত হয়েছেন। বিজয়ের এই ধারা অব্যাহত রাখতে হলে ওই আসনে আবারো সাংসদ কুদ্দুসকেই দলীয় মনোনয়ন দিতে হবে।
সাংসদ আব্দুল কুদ্দুস তার বক্তব্যে বলেন, দলের নেতা-কর্মীরাই আমাকে ভোট দিয়ে জেলা সভাপতি করেছেন। সভাপতি ও সরকার দলীয় সাংসদ হিসেবে সাংগঠনিক প্রক্রিয়ায় সংগঠন চালাচ্ছি। কিন্তু দলের কতিপয় নেতারা নির্বাচনকে ঘিরে বিষোদগারে নেমেছেন।

SHARE THIS

0 comments: