Wednesday, September 20, 2017

নাটোরের লালপুরে চালের গোডাউনে ভ্রাম্যমান আদালতের অভিযান; অবৈধভাবে মজুদ রাখা ১’শ টন চাল জব্দ, ৭ টি গোডাউন সিলগালা, একজনকে এক বছরের কারাদন্ড

শাকিল আহম্মেদ নাটোরঃ নাটোরের লালপুরে অবৈধ ভাবে মজুদ রাখায় এক’শ মেট্রিক টন চাল জব্দ করে ৭টি গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় চাল মজুদ রাখার অপরাধে চান্দু মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত চান্দু মিয়া উপজেলার গোপালপুর পৌরএলাকার আজিমুদ্দিনের ছেলে। মঙ্গলবার দিনভর এই অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোর্তুজা খান।
জেলা প্রশাসন সূত্র জানায়, চালের বাজার অস্থিতিশীল ঠেকাতে অবৈধ ভাবে মজুদদারদের বিরুদ্ধে মাঠে নামে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার লালপুর উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোর্তুজা খান। এসময় মাত্র ১৫টন চাল বিক্রির অনুমতি থাকলেও ৭টি গোডাউনে মোট ১১৫ মেট্রিক টন চাল মজুদ করে রাখে সে। পরে ১০০টন চাল অবৈধ ভাবে মজুদ রাখায় জব্দ করা হয় চালগুলো। এসময় অবৈধভাবে মজুদের অভিযোগে মালিক চান্দু মিয়াকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার শেখ আনোয়ার হোসেন, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা নূর মোমেন, জেলা কনজুমার এস্যোসিয়েশনের সাধারণ সম্পাদক রইস উদ্দিন উপস্থিত ছিলেন।

SHARE THIS

0 comments: