স্থানীয় প্রতিনিধি: নাটোর জেলার সর্ববৃহৎ চালের মোকাম গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিন্ডিকেট করে চাল মজুদ ও অতি মুনাফায় বিক্রির অভিযোগে ৪ মোকাম মালিককে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজ্জাকুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোর্তজা খান, র্যাব-৫ এর এএসপি (সিপিসি-২) শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা মো. নূর মোমেন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রইসউদ্দির সরকারসহ এক প্লাটুন র্যাব সদস্য।
জানা যায়, মোটা চাল চিকন করে মিনিকেট নামে বাজারজাতকরণ, ওজনে কম দেয়া, অবৈধ ট্রেড মার্ক ব্যবহার, বস্তায় উৎপাদনের তারিখ ও বিক্রয়মূল্য না লেখা, খাদ্য বিভাগের কাছে প্রতিবেদন দাখিল না করায় ও চাল মজুদ করে অতি মুনাফায় বিক্রি করায় তাদের জরিমানা করেছে।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজ্জাকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দোষী সততা এন্টারপ্রাইজের মালিক মো. রায়হানউদ্দিনকে ৭০ হাজার, চৌধুরী ট্রেডার্সের কিশোর কুমার চৌধুরী ও জাহাঙ্গীর অটো রাইস এজেন্সির মালিক মো. জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার করে ১ লাখ এবং ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক হাজী আলমগীর কবিরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
র্যাবের এএসপি শেখ আনোয়ার হোসেন জানান, কোন অসাধু ব্যবসায়ী চালের বাজার নিয়ে চালবাজি বা তেলেসমাতি করার চেষ্টা করলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। চালের বাজার অস্থির করে তোলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 comments: