মো.আখলাকুজ্জামান, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীন গম, বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আচানুল হক আল আমিন, উপজেলা চাউলকল মিল মালিক সমিতির সভাপতি আলহাজ আয়নাল হক তালুকদার ও সাধারণ সম্পাদক আলহাজ সামছুল হক শেখ প্রমূখ।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ খান জানান, চলতি অর্থবছরে ২৬ টাকা কেজি দরে ১৮৯ মেট্রিক টন গম, ২৮ টাকা কেজি দরে ২৩৫ মেট্রিক টন বোরো ধান ও ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ১১২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। গম ক্রয় ৩০ জুন পর্যন্ত হলেও ধান ও চাল সংগ্রহ করা হবে ৩১ আগষ্ট পর্যন্ত।
উদ্বোধনকালে প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি বলেন, এবার সরাসরি কৃষকের কাছ থেকে গম, ধান ও চাল ক্রয় করা হবে। সংগ্রহ অভিযানে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
0 comments: