Sunday, March 31, 2019

গণহত্যার স্বীকৃতি এখন সময়ের দাবি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণে ইতিহাসের বর্বরতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এখনো সম্ভব হয়নি।


তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ। তিনি শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পক্ষাবলম্বন করেছেন।


তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ’৭৫ পরবর্তী সরকারগুলোর অবহেলার জন্যও ভয়াল ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্ভব হয়নি।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিকে জোরালো করেছি। তার নেতৃত্বেই আমরা জাতিসংঘে ২৫ মার্চের ভয়াবহ এই গণত্যার স্বীকৃতি আদায় করবো।

তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে দীর্ঘদিন ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃত করেছে। এ দায় এড়াতে তারা একাত্তরের গণহত্যার বিচারকে বাধা দিয়েছে। সে কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এত বিলম্ব হচ্ছে।

তিনি আরো বলেন, এ স্বীকৃতি এখন সময়ের দাবি। সরকার এ স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে।


SHARE THIS

0 comments: