Wednesday, January 3, 2018

গুরুদাসপুরে দুইটি গ্রামীণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন



প্রভাষক মো. মাজেম আলী ও এম, এ, মুনসুর (বিশেষ প্রতিনিধি)
তিন কিলোমিটারের পৃথক দুইটি গ্রামিণ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ ও ধারাবারিষা পাকা সড়কের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষনা করেন স্থানীয় সাংসদ জেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ অধ্যপক আব্দুল কুদ্দুস।
ভিত্তি প্রস্তর স্থাপনের পর ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগ ওই জন সভার আয়োজন করে। এতে সভাপত্বি করেন, ধারাবারিষা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান আলী বিশ্বাস। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে প্রধান অতিথির বক্তৃতা করেন সাংসদ আব্দুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আ.লীগের তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. আনোয়োর হোসেন, পৌর আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রিপন আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান এম এ মুনসুর রহমান মিন্টু প্রমূখ।

SHARE THIS

0 comments: