Thursday, January 4, 2018

নাটোরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।

সাকলাইন শুভ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বণার্ঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও পথসভার মধ্য দিয়ে নাটোরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।  পরে জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 
নাটোর জেলা অাওয়ামীলীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী নাটোর-৪ অাসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব অধ্যাপক মোঃ অাব্দুল কুদ্দুস এমপির নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়।  সেখানে কেক কাটা ও পথসভা সভার আয়োজন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও নাটোর-৪ অাসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস (এমপি), নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জর্জ কোর্টের পিপি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারন- সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব বাকী সহ প্রমুখ। 

SHARE THIS

0 comments: