আগামী ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে জনসভা সফল করতে বিশেষ বর্ধিত সভা করেছে রাজশাহী মহানগর যুব মহিলা লীগ।
মঙ্গলবার বিকেলে নগরীর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি বলেন, বাংলাদেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশরত্ন শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। তবেই জননেত্রীর হাত শক্তিশালী হবে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার সব সময় মানবিক। সে কারণে প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনা তাদের জন্য যেমন ত্রাণ পাঠিয়েছেন, তেমনিভাবে রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিকভাবেও চাপ সৃষ্টি করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমনকি নিজেও রোহিঙ্গাদের দেখতে কক্সবাজরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
মহানগর যুব মহিলালীগের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরার সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভা সঞ্চালনা করে মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন।
0 comments: